Kunal Ghosh On Mathabhanga: ‘মাথাভাঙায় মাথা হেঁট…’, বেজায় চটলেন কুণাল
Kunal Ghosh On Mathabhanga: এ দিন কুণাল বলেছেন, "মাথাভাঙায় ফের মাথা হেঁট। প্রতিবাদী মহিলাদের মারধর। এই ঘটনার তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কেউ থাকলেও তাকে গ্রেফতার করা উচিত। কেউ প্রতিবাদীদের আন্দোলনে কিছু বলবেন না। আমরা তাদের সঙ্গে আছি।"
কোচবিহার: তৃণমূল ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দলের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন চিকিৎসক বা নাগরিক সমাজকে নিয়ে কোনও কুমন্তব্য নয়। কিন্তু তারপরও দেখা গেল বুধবার কোচবিহারের মাথাভাঙায় রাত দখলে যাওয়া প্রতিবাদীদের মারধর করা হল। সেই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। আর এই ঘটনায় নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
এ দিন কুণাল বলেছেন, “মাথাভাঙায় ফের মাথা হেঁট। প্রতিবাদী মহিলাদের মারধর। এই ঘটনার তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কেউ থাকলেও তাকে গ্রেফতার করা উচিত। কেউ প্রতিবাদীদের আন্দোলনে কিছু বলবেন না। আমরা তাদের সঙ্গে আছি।”
প্রসঙ্গত, গতকাল গোটা রাজ্যের মতো কোচবিহারের মাথাভাঙায় চলছিল প্রতিবাদ। সেই সময় আচমকাই মুছে দেওয়া হল রাস্তায় লেখা স্লোগান, ছবি। অভিযোগ ওঠে শাসক দলের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার কথা স্বীকার করে বলেন, “তিলোত্তমার ছবি রাস্তায় যে আঁকা থাকবে, এই রাস্তা দিয়ে অনেকে হাঁটাচলা করবে। তার ওপর পা পড়বে। যারা এঁকেছে, তাদের কোনও কাণ্ডজ্ঞান নেই। আমরাও জাস্টিস চাই। কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম ও বিজেপির দালালরা অন্য খেলা খেলতে চাইছে। তার প্রতিবাদ জানাই।”