Kunal Ghosh: শোকজ করলে প্রেমপত্রের মতো গ্রহণ করব: কুণাল

Susovan Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Mar 03, 2024 | 5:52 PM

Kunal Ghosh: কুণাল বলেন, তাঁর সম্পর্কে যে কথাই বাজারে শোনা যাক না কেন তিনি তৃণমূলেই থাকবেন। কুণাল বলেন, "আমাকে বস্তায় বেঁধে বার না করে দিলে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও যাবে না।" উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন কুণাল। দলের মুখপাত্র, সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাড়াঁতে চেয়ে ইস্তফাপত্র দিয়েছেন তিনি।

Kunal Ghosh: শোকজ করলে প্রেমপত্রের মতো গ্রহণ করব: কুণাল
তৃণমূল নেতা কুণাল ঘোষ।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বিতর্কের আবহেই টালিগঞ্জে তৃণমূলের কর্মিসভায় কুণাল ঘোষ। আর সেখানেই শোকজের জল্পনা নিয়ে জবাব দিলেন তিনি। সূত্রের খবর, গত তিন চারদিনে কুণালের গতিবিধি নিয়ে দল পদক্ষেপ করতে চলেছে। এমনও শোনা যাচ্ছে, কুণালকে ধরানো হতে পারে কারণ দর্শানোর চিঠি। এ প্রসঙ্গে রবিবার কুণালকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমাকে যদি শোকজ করা হয়, তা প্রেমপত্রের মতো গ্রহণ করব।”

এদিন মঞ্চ থেকে কুণাল ঘোষ বলেন, “এত বড় দল, এত বড় পরিবার। যদি কোনও ইস্যু থাকে, আমাকেও যদি কাগজে বা টিভিতে কিছু বলতে বা শুনলে ভাববেন বাড়িতেও থালা বাসন থাকলে ঠুকঠাক আওয়াজ হয়। পরিবার একটাই তৃণমূল কংগ্রেস। অভিভাবকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

একইসঙ্গে কুণাল বলেন, তাঁর সম্পর্কে যে কথাই বাজারে শোনা যাক না কেন তিনি তৃণমূলেই থাকবেন। কুণাল বলেন, “আমাকে বস্তায় বেঁধে বার না করে দিলে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও যাবে না।” উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন কুণাল। দলের মুখপাত্র, সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাড়াঁতে চেয়ে ইস্তফাপত্র দিয়েছেন তিনি।

সূত্রের খবর, মুখপাত্র পদ থেকে তাঁর ইস্তফা গৃহীতও হয়েছে। কুণাল বলেন, শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে তিনি রাজি। তবে শৃঙ্খলবদ্ধ হতে নারাজ তিনি। কুণাল বলেন, “আমাকে বস্তায় মুড়ে বাইরে না ফেলে দিলে আমি যাব না। কুণাল ঘোষ বেইমান নয়।”

এই তরজা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “বিতর্ক তৈরি করেন বলেই তো উনি মিডিয়ায় আছেন। পার্টি ওনাকে চচ্চড়ি করবে কি ঝোল করবে আমি জানি না।”

Next Article