কলকাতা : এবার সিবিআই (CBI)-এর মুখোমুখি হুগলির তৃণমূল যুব নেতা তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত মানিক ভট্টচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল এই কুন্তল ঘোষের নাম সামনে এনেছিলেন। সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেছিলেন, যুব নেতা কুন্তল ঘোষ চাকরি দেওয়ার নাম করে অন্তত ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিলেন। শুধুমাত্র টেট পরীক্ষার্থীদের কাছ থেকেই ৫ কোটি টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। কোন এজেন্টদের মাধ্য়মে কুন্তল টাকা নিতেন, সেই তথ্যও সামনে এনেছেন তাপস মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার তলব করা হয় কুন্তলতে।
নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই অস্বস্তিতে রয়েছে শাসক দল। জেলে রয়েছেন দলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক তথা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। এই পরিস্থিতির মধ্যেই সামনে এল আরও এক তৃণমূল নেতার নাম।
তাপস মণ্ডল কেন্দ্রীয় সংস্থাকে জিজ্ঞাসাবাদে কুন্তলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। এরপর তাঁর কাছে তথ্য প্রমাণ চেয়েছিল সিবিআই। সূত্রের খবর, ধাপে ধাপে কীভাবে, কত টাকা নিয়েছিলেন কুন্তল, বুধবারই সেই হিসেব পাঠিয়েছেন তাপস। তাঁর কনসালট্যান্ট নীলকমল চক্রবর্তী সেই টাকার অঙ্কের ‘ব্রেক আপ’ এদিন সিবিআই-এর হাতে দিয়েছেন বলে সূত্রের খবর। শুধু কুন্তল নয়, তাঁর সংযোগকারী হিসেবে তাপস মিশ্র নামে আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁর সন্ধান করা হচ্ছে বলেও সিবিআই সূত্রে খবর।
নিয়োগ দুর্নীতির পরতে পরতে কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে। কুন্তলের বিরুদ্ধে গোয়েন্দাদের হাতে ইতিমধ্যেই একাধিক তথ্য এসেছে। এজেন্টদের ফোন নম্বর এসেছে বলেও সূত্রের খবর। কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সে সব তথ্য মিলিয়ে নিতে চাইছেন গোয়েন্দারা।
তবে তাপসের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা কুন্তল। তাঁর দাবি, চার্জশিটে যাঁর নাম আছে, সেই তাপস মণ্ডলের কথা শুনে এভাবে তাঁর দিকে অভিযোগের আঙুল তোলা ঠিক নয়। তাঁর আরও দাবি, তাঁর বিরুদ্ধে সত্যিই অভিযোগ থাকলে, সিবিআই তাঁকে ছেড়ে দিত না।
প্রায় ৫০ মিনিট পর সিবিআই দফতর থেকে বেরোন কুন্তল। তিনি বলেন, ‘আমি কী বলেছি, তা সাংবাদিকদের সামনে বলব না। আমি যদি দোষী হতাম, তাহলে এইটুকু সময় থাকতাম না। তাপস মণ্ডলকে আমি আমার আইনজীবীর মাধ্যমে মানহানির নোটিস পাঠাচ্ছি।’ তিনি জানান, তাপস তাঁর কলেজের প্রেসিডেন্ট ছিলেন, তাঁর সঙ্গে সম্পর্কও খুব ভাল ছিল। অনৈতিকভাবে বদনাম ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। কুন্তল জানান, কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় ব্যাপারে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন। সেই উত্তর দিয়েছেন তিনি।