Panchu Roy: পাঁচুই কি সুজিতের নাম বলেছেন ইডির কাছে? এল উত্তর…

ED: পাঁচু রায় এদিন বলেন, সুজিত বসুর বাড়িতে তল্লাশি আসলে তৃণমূলকে সার্বিক আক্রমণের ছক। তাঁর দাবি, সুজিত শুধুমাত্র একজন মন্ত্রী নন, একজন নেতা। তাই সুজিতকে আক্রমণ করা মানে তৃণমূলকেই আক্রমণ করা। তাই এসব হচ্ছে।

Panchu Roy: পাঁচুই কি সুজিতের নাম বলেছেন ইডির কাছে? এল উত্তর...
সুজিত বসু ও পাঁচু রায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 5:59 PM

কলকাতা: দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় ইতিমধ্যেই একাধিকবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন। পুরনিয়োগ মামলাতেই তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরইমধ্যে বৃহস্পতিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর বাড়িতে ইডির হানার পরই ভেসে আসে পাঁচুর নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে মন্তব্য করেন, পাঁচু রায়-সহ কয়েকজনের কাছ থেকে ‘মেটেরিয়াল’ পেয়েই ইডির অভিযান। এরপর শুরু হয় জলঘোলা। প্রশ্ন ওঠে, পাঁচু রায় সত্যিই কি এমন কোনও তথ্য সিজিও কমপ্লেক্সে দিয়ে এলেন, যে কারণে কাকভোরে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডির হানা?

পাঁচু রায় এদিন বলেন, সুজিত বসুর বাড়িতে তল্লাশি আসলে তৃণমূলকে সার্বিক আক্রমণের ছক। তাঁর দাবি, সুজিত শুধুমাত্র একজন মন্ত্রী নন, একজন নেতা। তাই সুজিতকে আক্রমণ করা মানে তৃণমূলকেই আক্রমণ করা। তাই এসব হচ্ছে।

এরপরই বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাঁচু রায় বলেন, “আমাকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন সেভাবে সুজিতের নাম আসেনি। তবে শুধুমাত্র জিজ্ঞাসা করেছিল সুজিত কে চিনি কি না? তখন আমি বলি সুজিতকে কে না চেনে। আমি যখন এখানে এসেছি তখন থেকেই আমি সুজিতের নাম শুনেছি। তখন কাউন্সিলর ছিল সুজিত। এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করেনি।”