ভ্যাকসিন নিয়েই অসুস্থ সাধন পান্ডে, হাসপাতাল থেকে ফিরছেন বাড়ি

সুমন মহাপাত্র | Edited By: ঋদ্ধীশ দত্ত

Apr 22, 2021 | 4:22 PM

ভোটষষ্ঠীতে অসুস্থ বোধ করায় মানিকতলার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পান্ডেকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ভ্যাকসিন নিয়েই অসুস্থ সাধন পান্ডে, হাসপাতাল থেকে ফিরছেন বাড়ি
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। একাধিক রাজনীতিবিদ ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন। ভোটষষ্ঠীতে অসুস্থ বোধ করায় মানিকতলার তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন পান্ডেকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু আপাতত বাড়িতে ফিরছেন সাধন। যদিও স্বস্তির খবর, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

বুধবারই করোনা ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। ভ্যাকসিন নেওয়ার পর নির্বাচনী প্রচারও করেন সাধন। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করেন। সামান্য শ্বাসকষ্ট জনিত সমস্যা এবং গায় হাতে ব্যথা ছিল সাধন পান্ডের। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শ মেনে এখন তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে। আপাতত বিশ্রামে থাকবেন। তবে সাধন পান্ডের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিশ্রামে থাকতে রাজি হচ্ছেন না তৃণমূল নেতা।  বিকেলেই নির্বাচনী প্রচারে বের হতে চাইছেন তিনি।

২০১১ সালে  মানিকতলা থেকেই জিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী হয়েছিলেন সাধন। প্রসঙ্গত করোনা আবহে রাজ্যের আরও একাধিক প্রার্থীই অসুস্থ। গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থা ভাল না মদন মিত্রের। বুধবার শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসএসকেএম হাসপাতালেও ভর্তি হন তিনি। সূত্রের খবর, রাতেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে মদন মিত্রর। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহাও।

কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে এসএসকেএম হাসপাতাল থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। অন্যদিকে, কাজল সিনহারও সর্দি, কাশির মতো উপসর্গ দেখা গিয়েছে। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। যদিও শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে খবর।

আরও পড়ুন: করোনা আক্রান্ত মদন মিত্র, ভোটের আগের রাতে রিপোর্ট পজিটিভ আরেক তৃণমূল প্রার্থীর

Next Article