‘চালুনি বলে ছুঁচকে,’ নুসরত নিয়ে মন্তব্যে সৌমিত্রকে বিঁধলেন সুজাতা

সৈকত দাস | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 10, 2021 | 9:01 AM

"বাড়ির কিংবা পার্টির উস্কানি, যে কারণেই হোক, স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন উনি। সেখানে আমাদের দলের একজন সাংসদ তথা অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মতামত দেওয়ার কোনও অধিকারই নেই সৌমিত্রের।''

‘চালুনি বলে ছুঁচকে,’ নুসরত নিয়ে মন্তব্যে সৌমিত্রকে বিঁধলেন সুজাতা
অলংকরণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: ‘সম্পর্ক ভাঙতে পারে। স্বীকার করে নিলেই ভাল। তাহলে মহত্ত্ব বাড়ে।’ নুসরত জাহান এবং নিখিল জৈন সম্পর্ক তর্জায় মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর তার পরেই তাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের কটাক্ষ, ‘চালুনি বলে ছুঁচকে… আগে নিজের দাম্পত্য জীবন ঠিক রাখুন, তারপর অন্যের জীবন নিয়ে কথা বলবেন।’

প্রসঙ্গত, তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়া এবং তাঁর আগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় শুরু হয়েছে। তার মধ্যে বুধবারই নুসরত জানিয়েছেন, নিখিলের সঙ্গে তাঁর আইনত বিয়েই হয়নি। তিনি এবং নিখিল সহবাস করতেন। এদিকে মাস কয়েক আগেই নুসরতের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পরপরই, আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছেন নিখিল। সেই মামলার শুনানি আগামী মাসে। এই প্রেক্ষিতে নিজের মতামত ব্যক্ত করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

তাঁর কথায়,’সম্পর্ক ভাঙতে পারে। স্বীকার করে নিলেই ভাল। তাহলে মহত্ত্ব বাড়ে।’ তিনি আরও যোগ করেন, কোনও কিছু অস্বীকার করা ঠিক নয়। তবে আইন মেনে সব হওয়া উচিত। এরপর তৃণমূল সাংসদকে বিজেপি সাংসদের ‘পরামর্শ,’ “উনি একজন দায়িত্বশীল জননেত্রী। একজন সংসদ। তাই দেশে একদেশ এক আইন হওয়া উচিত।”

আর এর প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌমিত্রকে তীব্রভাবে বিঁধলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল খাঁ। তাঁর কথায়, “ওনার কথার উত্তর দেওয়া মানেই সময় নষ্ট। কারণ, যিনি নিজের সংসারকে ঠিক রাখতে পারেন না, যিনি নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে পারেন না। শুধু একটা দল ত্যাগ করার জন্য এত বছরের সম্পর্ক ছিন্ন করে যিনি ডিভোর্সের নোটিস পাঠান, তাঁর মুখে কী অন্য কারও সম্পর্ক নিয়ে কথা বলা মানায়?”সুজাতা আরও যোগ করেন, এটা তো সেই চালুনি করে ছুঁচকে বিচার।

উল্লেখ্য, সৌমিত্র খাঁয়ের সুজাতা মণ্ডল বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই সৌমিত্র-সুজাতার দীর্ঘ দাম্পত্য জীবনে ভাঙন ধরে। প্রকাশ্যে কেঁদে ফেলেন সৌমিত্র। জানান, স্ত্রীকে ডিভোর্স দেবেন তিনি। এদিকে নাছোড়বান্দা সুজাতাও।

তিনি বলেছিলেন, ‘দল বদল করেছি। স্বামী অন্যদলে থাকলেও তাঁকেই ভালোবেসে যাব। ডিভোর্স দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’ এখন নুসরত-নিখিলের সম্পর্ক নিয়ে সৌমিত্রের এই মন্তব্যের পর সুজাতা বলেন, “বাড়ির কিংবা পার্টির উস্কানি, যে কারণেই হোক, স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন উনি। সেখানে আমাদের দলের একজন সাংসদ তথা অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মতামত দেওয়ার কোনও অধিকারই নেই সৌমিত্রের।”

আরও পড়ুন: ‘স্বীকার করে নিলেই ভাল, মহত্ত্ব বাড়ে’, সম্পর্ক ভাঙনে নুসরতকে ‘পরামর্শ’ সৌমিত্রর 

এখানেই শেষ নয়, নুসরতের সম্পর্ক নিয়ে সৌমিত্রের কথা বলার যোগ্যতাই নেই বলে মন্তব্য করেন সুজাতা। বলেন,”নিজের দিক বিবেচনা করুন। আগে নিজের দাম্পত্য জীবন ঠিক রাখুন, তারপর অন্যের জীবন নিয়ে কথা বলবেন।”

Next Article