কলকাতা: তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব থাকে। এবার তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের একুশে জুলাইয়ের ভিড় অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে আশা করছে দলের শীর্ষ নেতৃত্ব। এবারে একুশে জুলাইয়ের সমাবেশে তৃণমূলের ছাত্র-যুবদের একটি বিশাল ভিড় দেখা যাবে। গত কয়েক বছর ধরেই তৃণমূলের তরুণ প্রজন্মকে সামনের সারিতে এগিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলেছে। একুশে জুলাইয়েও ছাত্র-যুবদের জন্য বিশেষ এক পাঞ্জাবি তৈরি করা হয়েছে। বুকে তৃণমূলের লোগো সেলাই করা পাঞ্জাবি পরে তৃণমূলের শহিদ সমাবেশে ভিড় জমাবে মমতা-অভিষেকদের তরুণ প্রজন্ম। প্রসঙ্গত, গতবছরও দলের তরুণদের জন্য পাঞ্জাবির ব্যবস্থা করা হয়েছিল। গতবার ছিল, ছাই-রঙা পাঞ্জাবি। আর এবার থাকছে ঘিয়ে-রঙা পাঞ্জাবি, বুকে ঘাসফুলের রঙিন প্রতীক।
উল্লেখ্য, আজ বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় একুশে জুলাইয়ের সভামঞ্চ পরিদর্শনে এসেছিলেন। দলের প্রথম সারির নেতাদের সঙ্গে মঞ্চের নীচে বসে বেশ কিছুটা সময়ও কাটান মমতা। সেখানেও উপস্থিত ছিলেন দলের ছাত্র-যুবরা। গিটার বাজিয়ে গান গাইলেন তাঁরা। সেই জয়ী ব্যান্ড। দলনেত্রীর অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে এই ব্যান্ড। তৃণমূলের অফিশিয়াল গানের দল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মমতা যখন ধরনায় বসেছিলেন, তখনও এরা গান গেয়েছিলেন। আজও মমতাকে বেশ কয়েকটি শোনান জয়ী ব্যান্ডের সদস্যরা। ‘আমার মুক্তি আলোয় আলোয়…’ গানের সুরে মুখরিত হল একুশের জুলাইয়ের সভাস্থল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও তাঁদের গানের সুরে সুর মেলালেন। গিটার হাতে তুলে নিলেন।
আগামিকাল একুশে জুলাইয়ের মঞ্চেও গান গাইবেন তাঁরা। এই জয়ী ব্যান্ডের যাবতীয় বাদ্যযন্ত্র উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। আগামিকাল একুশে জুলাইয়ের একটি বিশেষ গানও হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে চারটি গান তাঁরা পরিবেশন করবেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে।