কলকাতা: ষষ্ঠীর সন্ধেয় পুজোর মেজাজে আরও রঙিন হয়ে উঠেছেন ‘কালারফুল’ মদন মিত্র। নাতিকে সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। আজ সন্ধেয় শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে যান তিনি। রাজনীতিক মদন মিত্রের পাশাপাশি, এখন অভিনেতা হিসেবেও যথেষ্ট পরিচিতি তৈরি হয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয়। রাজনীতির দলমত নির্বিশেষে সোশ্যাল মিডিয়ায় আলাদা ফ্যান বেস তৈরি হয়েছে তৃণমূল বিধায়কের। তা নিয়ে অনেক চর্চা ও সমালোচনাও করেন অনেকে। শোভাবাজার রাজবাড়িতে টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে মদন মিত্র জানালেন, এবার তিনি ভাবছেন ৫০০ ‘গোপিনীকে’ একসঙ্গে নিয়ে বেরবেন ঠাকুর দেখতে। যদিও গোটাটাই মজার ছলেই বললেন।
কামারহাটির তৃণমূল বিধায়ক বললেন, “একদিন ভাবছি সত্যিই ৫০০ গোপিনী নিয়ে বেরব। সবাই চাইছে বেরতে। আলাদা করে তো টাইম দেওয়া যাচ্ছে না। আমি ওদের বলি, একদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসো। সবাইকে নিয়ে ঘোড়াগাড়িতে করে ঠাকুর দেখতে যাব। গোপিনী আছে, কিন্তু কেস নেই। কারণ আমি ভার্চুয়াল খেলি।”
উল্লেখ্য, কিছুদিন আগেই মদন মিত্রের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছিল বিধায়ককে। বলেছিলেন, তাঁর ক’জন স্ত্রী, সেই বিষয়ে নাকি সিবিআই তাঁকে প্রশ্ন করেছিল। মদনের কথায়, সিবিআই তাঁকে জিজ্ঞেস করেছিল, ” আপনার একটা বউ, নাকি দু’টো বউ?” সেদিনই প্রথম ‘গোপিনী’ প্রসঙ্গ শোনা গিয়েছিল মদনের গলায়। হাসতে হাসতে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, “আমি হাঁটলেই আমার পিছনে ৫০ জন গোপিনী হাঁটেন।”