Cyclone Tej: তেজ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’, কোথায় আছড়ে পড়বে?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 20, 2023 | 7:49 PM

Cyclone Tej: ঘূর্ণিঝড়ের কারণে দেশে বিশেষ ভয় না থাকলেও সতর্কবার্তা দিতে ভুলছেন না আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, আগাম পূর্বাভাসে যা দেখা যায় তার থেকে অনেক সময়ই ভিন্ন ঘটনা ঘটে। নির্ধারিত ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে অন্য় পথে এগিয়ে যায়। সে কারণেই আশঙ্কার কথা শোনাচ্ছেন আবহাওয়াবিদরা।

Cyclone Tej: তেজ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’, কোথায় আছড়ে পড়বে?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পুজোর মুখে বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। আগেই এই পূর্বাভাসের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে আরব সাগরেও রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ভয় ধরাচ্ছে ঘূর্ণিঝড় তেজ। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়টি রবিবারের মধ্যে আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপরই ওমান এবং ইয়েমেনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে আমাদের দেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার খুবই কম সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

ঘূর্ণিঝড়ের কারণে দেশে বিশেষ ভয় না থাকলেও সতর্কবার্তা দিতে ভুলছেন না আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, আগাম পূর্বাভাসে যা দেখা যায় তার থেকে অনেক সময়ই ভিন্ন ঘটনা ঘটে। নির্ধারিত ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে অন্য় পথে এগিয়ে যায়। সে ক্ষেত্রে খানিকটা হলেও আশঙ্কা থেকে যাচ্ছে ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে। প্রসঙ্গত, এর আগে জুন মাসে ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়েছিল আরব সাগরে। সেটিও আচমকা গতিপথ পরিবর্তন করে ফেলেছিল। এটি প্রথমে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও কিন্তু শেষ পর্যন্ত তার গতিপথ পরিবর্তন করে গুজরাটের মাডভি এবং পাকিস্তানের করাচির মধ্যে ল্যান্ডফল করেছিল। তাই তেজ নিয়ে এখন থেকেই সতর্ক থাকতে চাইছেন আবহাওয়াবিদরা। 

অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের আংশিক প্রভাব পড়তে পারে বাংলায়। অষ্টমী থেকেই গভীর নিম্নচাপের সম্ভাবনা। তবে খুব বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বাংলায়। নবমী তেকে মেঘ ঢুকবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। অষ্টমীর পর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায়। 

Next Article