TMC MLA Tapas Saha: ‘তদন্তের অগ্রগতি নিয়ে ভাবিত নই, সত্য উদঘাটন প্রয়োজন’, বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি মামলায় মন্তব্য আদালতের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 28, 2023 | 1:50 PM

TMC MLA Tapas Saha: সোমবারই এই অভিযোগের ভিত্তিতে মামলা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল।

TMC MLA Tapas Saha: তদন্তের অগ্রগতি নিয়ে ভাবিত নই, সত্য উদঘাটন প্রয়োজন, বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি মামলায় মন্তব্য আদালতের
তাপস সাহার বিরুদ্ধে দুর্নীতি মামলা

Follow Us

কলকাতা: শিক্ষার পর এবার দমকলেও। তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় ১৬ কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বিধায়কের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল রয়েছে। TV9 বাংলা সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি। সোমবার বিধায়কের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। এই মামলার তদন্ত কে করবে, তা নিয়ে চলে সওয়াল জবাব। এদিন বিচারপতি বলেন, “আদালত তদন্তের অগ্রগতি নিয়ে ভাবিত নয়। আদালত আসলে একটা সত্য উদঘাটনের জন্য তথ্য চাইছে।” তিনি আরও বলেন, “আদপে এই মামলা রাজ্যের হাতে থাকবে নাকি কেন্দ্রীয় এজেন্সিকে দিতে হবে সেই বিচার করবে আদালত। কারণ মামলাকারী সিবিআই ও ইডি তদন্তের দাবি করেছেন। আর প্রশ্নটা সরকারি চাকরি বিক্রির।”

রাজ্যের প্রভাবশালী বিধায়ক তাপস সাহা। দুর্নীতিতে আরও এক বিধায়কের নাম জড়ানোয় অস্বস্তিতে সরকার তথা শাসকদল। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্য তার বক্তব্য জানাবে। মামলাকারীর তরফ থেকে আদালতে জানানো হয়, বিধায়কের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এসিবি। দুর্নীতি তদন্তে তিন জনকে গ্রেফতারও করা হয়। কিন্তু এসিবি ওই মামলায় চার্জশিট না দেওয়ায় তিনজন জামিন পেয়ে যায়। কেন্দ্রের তরফ থেকে এদিন আদালতে জানানো হয়, এই ধরনের চাকরি বিক্রির অভিযোগে এখন একাধিক মামলার তদন্ত কেন্দ্রীয় এজেন্সি করছে। তাই এই ক্ষেত্রেও তদন্তের দায়িত্ব নিতে আপত্তি নেই কেন্দ্রের।

এই মামলার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে তাপস সাহা অবশ্য জানিয়েছেন, তিনি এখন আর কিছু বলবেন না। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। যিনি মামলা করেছেন, তিনি ভারতীয় জনতা দলের নেতা ও আইনজীবী। তাই এই দুর্নীতি বিষয়ে যা বলার তার পরিবর্তে সবটাই তাঁর আইনজীবী বলবেন।

দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়ে এই মুহূর্তে জেলে রয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। তারই পাশ্ববর্তী এলাকা তেহট্টের বিধায়ক তাপস সাহা। দুই বিধায়কের এহেন অভিযোগে অস্বস্তিতে দল। তবে তাপস সাহার ক্ষেত্রে অস্বস্তি বেড়েছে আরও অনেকটাই। তাপসের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এক নেত্রীও এনেছিলেন। তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা, রীতিমতো সাংবাদিক বৈঠক একটি অডিয়ো ক্লিপ ফাঁস করে করে অভিযোগ তুলেছিলেন। যদিও তেহট্টের বিধায়ক তাপস সাহার বক্তব্য, ওই কন্ঠস্বর তাঁর নয়। সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তাপস সাহার বিরুদ্ধে মামলা করেন হাইকোর্টে।

Next Article