কলকাতা: দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার বর্ষীয়ান নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়ের। স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাঁর। খোদ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেছিলেন, তিনি বিশ্বাস করেন এদের মধ্যে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নয়। এমনকী তাপসবাবুকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁরও বক্তব্য ছিল, তাপসবাবু চুরি করেছেন বলে তাঁর মনে হয় না। ইডির হানায় হতবাক খোদ তৃণমূল বিধায়কও। টিভি ৯ বাংলায় এক্সক্লুসিভ তিনি জানিয়েছেন সে কথা। শুধু তাই নয়, বাম আমলের প্রসঙ্গও উঠে এল তাঁর মুখে।
এ দিন তাপস রায় বলেছেন, বাম আমলেও তিনি চুটিয়ে রাজনীতি করেছেন। সেই সময় পুলিশ আসেনি। এখন তাঁর বাড়িতে ইডি এসেছে। বিধায়ক বলেন,”৩৪ বছরে সিপিএম-এর আমলে কখনও আমার বাড়ি বা অফিসে পুলিশ আসেনি।” তিনি এও বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বরাবরই তিনি প্রতিবাদ করেছেন। সে কথা সকলেই জানে। বলেছেন, “অর্থের বিনিময়ে কোথাও কিছু হয়েছে, তা দলের মধ্যে হলেও প্রতিবাদ করেছি। ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি।”
টিভি নাইন বাংলাকে তাপসবাবু এও জানালেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কখনও হননি। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী সুজিত বসুর বাড়িতে একদিকে যেমন হানা দিয়েছিলেন গোয়েন্দারা। তেমনই হাজির হয়েছিলের তাপস রায়ের বাড়িতেও। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এ দিন হানা দিয়েছিলেন তাঁরা।
কলকাতা: দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার বর্ষীয়ান নেতা তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়ের। স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাঁর। খোদ বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেছিলেন, তিনি বিশ্বাস করেন এদের মধ্যে কয়েকজন দুর্নীতিগ্রস্ত নয়। এমনকী তাপসবাবুকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁরও বক্তব্য ছিল, তাপসবাবু চুরি করেছেন বলে তাঁর মনে হয় না। ইডির হানায় হতবাক খোদ তৃণমূল বিধায়কও। টিভি ৯ বাংলায় এক্সক্লুসিভ তিনি জানিয়েছেন সে কথা। শুধু তাই নয়, বাম আমলের প্রসঙ্গও উঠে এল তাঁর মুখে।
এ দিন তাপস রায় বলেছেন, বাম আমলেও তিনি চুটিয়ে রাজনীতি করেছেন। সেই সময় পুলিশ আসেনি। এখন তাঁর বাড়িতে ইডি এসেছে। বিধায়ক বলেন,”৩৪ বছরে সিপিএম-এর আমলে কখনও আমার বাড়ি বা অফিসে পুলিশ আসেনি।” তিনি এও বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বরাবরই তিনি প্রতিবাদ করেছেন। সে কথা সকলেই জানে। বলেছেন, “অর্থের বিনিময়ে কোথাও কিছু হয়েছে, তা দলের মধ্যে হলেও প্রতিবাদ করেছি। ভালকে ভাল, খারাপকে খারাপ বলেছি।”
টিভি নাইন বাংলাকে তাপসবাবু এও জানালেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক লড়াই-সংগ্রাম পেরিয়ে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কখনও হননি। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রী সুজিত বসুর বাড়িতে একদিকে যেমন হানা দিয়েছিলেন গোয়েন্দারা। তেমনই হাজির হয়েছিলের তাপস রায়ের বাড়িতেও। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এ দিন হানা দিয়েছিলেন তাঁরা।