AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: পাকিস্তানের পর্দা ফাঁস করতে জাপান যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘুরবেন আরও ৪ দেশ

Abhishek Banerjee: একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার পাঁচটি দেশে যাচ্ছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক। প্রথমে অবশ্য কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল। কিন্তু, দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল।

Abhishek Banerjee: পাকিস্তানের পর্দা ফাঁস করতে জাপান যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঘুরবেন আরও ৪ দেশ
কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 21, 2025 | 8:35 AM
Share

কলকাতা: অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে তুলে ধরতে দেশে দেশে ঘুরবে বহুদলীয় প্রতিনিধি দল। বুধবার একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবেন আরও চার দেশে। সেজন্য এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে তিনি রওনা দিলেন। অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দল এশিয়ার ৫টি দেশ যাবে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র জঙ্গিঘাঁটিকেই নিশানা করা হয়েছে অপারেশন সিঁদুরে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও নিশানা করা হয়নি। এই কথাই বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, সেকথাও তুলে ধরবে প্রতিনিধি দলগুলি।

তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার পাঁচটি দেশে যাচ্ছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক। প্রথমে অবশ্য কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল। কিন্তু, দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল। সেইসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন, তা কেন্দ্র ঠিক করতে পারে না। তৃণমূলই তা ঠিক করবে। একই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁরা জানিয়েছিলেন, কেন্দ্র অনুরোধ করলে প্রতিনিধি পাঠানো নিয়ে তৃণমূল বিবেচনা করবে।

সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল সুপ্রিমোকে ফোন করেন। তখন অভিষেকের নাম প্রস্তাব করেন মমতা। তারপরই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অভিষেকের নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝা। মঙ্গলবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। জানা গিয়েছে, সেই বৈঠকে যোগ দেন অভিষেক।

এরপর এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন অভিষেক। সকালে বিমানবন্দরে পৌঁছে হাতের ঘড়ি দেখিয়ে অভিষেক বলেন, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। তারপরই বিমানবন্দরের ভিতরে চলে যান তিনি। জানা গিয়েছে, অভিষেকদের প্রতিনিধি দল এদিন জাপান যাবে। তারপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যাবে। এই পাঁচ দেশ ঘুরে অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকরা।