Abhishek Banerjee: নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন অভিষেক

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Nov 09, 2024 | 10:32 PM

Abhishek Banerjee: ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে নরওয়ের ওসলোতে। রাজনীতি ও সমাজের অন্য ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে। ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল যাবে নরওয়ে। সেই প্রতিনিধি দলের একজন ডায়মন্ড হারবারের সাংসদ।

Abhishek Banerjee: নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ। লিঙ্গ সাম্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য এবার নরওয়ে থেকে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের অবস্থিত নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানে ডাক পেয়েছেন অভিষেক।

১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে নরওয়ের ওসলোতে। রাজনীতি ও সমাজের অন্য ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে। ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল যাবে নরওয়ে। সেই প্রতিনিধি দলের একজন ডায়মন্ড হারবারের সাংসদ।

৬ দিনের এই কর্মসূচিতে নরওয়ের সাংসদদের সঙ্গে মতের আদানপ্রদান হবে ভারতের সাংসদদের। শুধু তাই নয়, সেদেশের শিল্পপতি, শিক্ষাবিদ, সরকারি আধিকারিকদের সঙ্গেও আলোচনা করবেন ভারতের প্রতিনিধি দলের সাংসদরা। ভারতীয় সাংসদদের যাতায়াত, তাঁদের থাকার খরচ-সহ সবকিছু বহন করবে নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জ।

অভিষেকের এই আমন্ত্রণ পাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। এমনকি, তৃণমূলের সাংসদ সংখ্যার দিকে তাকালে দেখা যাবে, লোকসভায় দলের ২৯ জন সাংসদের মধ্যে ১১ জন মহিলা। ফলে নারীর ক্ষমতায়ন নিয়ে এরকম আলোচনায় দলের সেকেন্ড ইন কম্যান্ডের আমন্ত্রণ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

Next Article