কলকাতা: সাময়িক বিরতি। আর তারপরই ঠিক উপভোটের আগে ময়দানে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ডায়মন্ড হারবারে ‘এক ডাকে অভিষেক’ চালু করেছিলেন তৃণমূল সাংসদ। সাধারণ মানুষ তাঁদের নিজ-নিজ সমস্যার কথা জানাতে পারতেন এখানে। আর এবার তিনি চালু করলেন হেল্প ডেস্ক। পার্টি কর্মীদের কাছে এলাকার সমস্যা জানতে সাংসদ দফতরে এবার এই হেল্প ডেস্ক চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চোখের সমস্য়া নিয়ে দীর্ঘদিন ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত বেশ কয়েকদিন বিদেশে ছিলেন চিকিৎসার জন্য। সক্রিয় রাজনীতিতে সেই কয়েকদিন ছিলেন না বললেই চলে। এ দিকে, আগামী ১৩ নভেম্বর আবার ভোট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল উপভোটের আগে হয়ত ঝাঁপিয়ে পড়বেন প্রচারে। যদিও, তেমনটা দেখা গেল না। উপনির্বাচনের প্রচারে না গিয়ে নিজের কেন্দ্রে ব্যস্ত থাকলেন তিনি।
নিজের সংসদীয় কেন্দ্রের সাত বিধানসভার নেতা কর্মী জন প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন অভিষেক।
শনিবার তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই সাক্ষাৎপর্ব। তারপরই এই হেল্প ডেস্ক চালু করলেন তৃণমূল ‘সেনাপতি’। যেখানে দলের নেতা কর্মীরা এলাকার সমস্যা জানতে পারবেন এই হেল্প ডেস্কে। সাংসদ অফিসে হেল্প ডেস্ক রাখা থাকবে।