Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে’, কড়া হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee: বারবার বিজেপি এই ১০০ দিনের কাজ, আবাস প্রকল্পের কাজ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। অভিষেকের কথায়, "বিজেপি বলে ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ২ হাজার লোক দুর্নীতি করলে আড়াই কোটি মানুষের টাকা আটকে রাখবেন? এটা কেমন বিচার? এত ভয় কীসের?"

Abhishek Banerjee: 'বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে', কড়া হুঁশিয়ারি অভিষেকের
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 5:13 PM

কলকাতা: আগামী ২ অক্টোবর ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের কর্মসূচি। মূলত ১০০ দিনের টাকা ও আবাস যোজনার টাকার দাবি নিয়ে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সঙ্গে যাচ্ছেন বাংলার বহু জব কার্ড হোল্ডারও। এই দিল্লির কর্মসূচি নিয়ে আশঙ্কার কথা আগেও শুনিয়েছেন অভিষেক। শনিবার ভার্চুয়াল বার্তা থেকে আরও একবার সেই কথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্য, “আমরা ২ তারিখ, ৩ তারিখ যে আন্দোলন করব বলেছিলাম, করব। কারও ক্ষমতা থাকলে আন্দোলন আটকে দেখাক। আর বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে, একটা আঁচড় যদি পড়ে শ্রমিক কৃষকের উপর…। মারলে আমাদের মারবেন, আমাদের সাংসদ-বিধায়কদের গায়ে হাত দেবেন। একটা গরিব মানুষের গায়ে যদি হাত পড়ে ইট কা জবাব পাত্থর সে কীভাবে দিতে হয় সেটা গণতান্ত্রিকভাবে আগামিদিন মানুষ দেবে।”

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, গত ১৬ তারিখ তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে চিঠি পাঠান। মূলত ৩ তারিখ তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল বৈঠক করতে চেয়েছিল মন্ত্রীর সঙ্গে। অভিষেক বলেন, “গত রাতে উত্তর এসেছে। বলছেন উনি ব্যস্ত, থাকবেন না। আমরা বলেছি ঠিক আছে ধরে নিলাম আপনি ব্যস্ত। আপনার প্রতিমন্ত্রীকে বৈঠক করতে হবে। জবাব আপনাকে দিতেই হবে, টাকা আপনাকে ছাড়তে হবে।”

বারবার বিজেপি এই ১০০ দিনের কাজ, আবাস প্রকল্পের কাজ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। শাসকদলের দুর্নীতিতেই টাকা আটকে বলে দাবি বিজেপির নেতাদের। তবে অভিষেকের বক্তব্য , “বিজেপি বলে ১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। তাহলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ২ হাজার লোক দুর্নীতি করলে আড়াই কোটি মানুষের টাকা আটকে রাখবেন? এটা কেমন বিচার? এত ভয় কীসের?” অভিষেকের বক্তব্য, ২০২১ সালের পর প্রতিটা ভোটে বিজেপিকে মানুষ ফিরিয়ে দিয়েছে। সেই রাগেই এভাবে বাংলার টাকা আটকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে।

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের আহ্বান, বাংলার সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যেন এই কর্মসূচিতে শামিল হন। অভিষেক বলেন, “এটা তৃণমূলের কর্মসূচি নয়, এটা মানুষের কর্মসূচি। মানুষের কর্মসূচিতে কাঁধে কাঁধ মেলাতে চাইলে ২ আর ৩ অক্টোবর মানুষের জন্য রাস্তায় নামুন। বাংলার মানুষের অধিকার যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনতে পারি আমাদের হাত আরও শক্তিশালী করুন। আমার পাশে দাঁড়াতে হবে না, মানুষের পাশে দাঁড়ান।”