কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব ইডি-র। বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। তলবে কি সাড়া দেবেন অভিষেক-পত্নী? জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, এর আগে আইনজীবী মারফত হাজিরা এড়িয়ে নথি পাঠিয়েছিলেন অভিষেক। এক্ষেত্রেও মনে করা হচ্ছে আইনজীবী মারফৎ নথি পাঠাতে পারেন রুজিরা। কারণ, তদন্তের স্বার্থে গোয়েন্দারা রুজিরার কাছে নথি চেয়ে পাঠিয়েছেন। আর এই নথি পাঠিয়ে দিলে বলাই চলে সপরিবারে হাজিরা এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। তাঁরা হাজিরা এড়িয়েছেন। এরপর অভিষেক নিজেও ৯ সেপ্টেম্বর ইডি দফতরে যাননি। তাই রুজিরাও যদি না আসেন সেক্ষেত্রে কেউই হাজিরা দিলেন না। এ দিকে, সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের বাইরে বাড়ছে পুলিশের ভিড়। রুজিরা আসতে পারেন বলেই পুলিশ মোতায়েন করা হচ্ছে। ফলে আদৌ তিনি হাজিরা দিতে যাবেন কি না বাড়ছে জল্পনা।