RG Kar Case: সুখেন্দুর পুলিশ কমিশনারকে নিয়ে দাবি দুর্ভাগ্যজনক, বলছেন কুণাল, পাল্টা তোপ সুকান্তর
RG Kar Case: সুখেন্দু শেখর রায়ের এক্স মাধ্যমে কলকাতা পুলিশ কমিশনার এবং সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়া মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। কুণাল যদিও বলছেন, সুখেন্দু শেখর রায়ের সিপি কেন্দ্রিক দাবি দুর্ভাগ্যজনক।
প্রসঙ্গত, এর আগে এক্স হ্যান্ডে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজি কর কাণ্ডে কে প্রথম সুইসাইডের তত্ত্ব ছড়ালো, কে প্রথম বলল এ কথা, এ কারণেই কলকাতার পুলিশ কমিশনার ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। চাইছেন সুখেন্দু শেখর। তার এই পোস্টের পর থেকেই রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর।
I also demand justice in RGKar case.
But strongly oppose this demand regarding CP. After got information He has tried his best. Personally CP was doing his job and investigation was in a positive focus. This kind of post is unfortunate, that too from my senior leader. https://t.co/quLVsUEXCd— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 18, 2024
যদিও ব্যক্তিগত ভাবে কলকাতা পুলিশ কমিশনার তাঁর কাজ করছেন এবং ইতিবাচক লক্ষ্যেই তদন্ত করছেন, মত কুণালের। এরইমধ্যে আবার সুখেন্দুর পোস্টকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে লিখছেন, ‘তৃণমূল এমনকি আপনার নিজের সাংসদও স্বীকার করেছেন। সন্দীপ ঘোষ এবং সিপি বিনিত গোয়েল একজন মহিলা ডাক্তারের ভয়ঙ্কর ধর্ষণ এবং হত্যার চেয়েও বেশি কিছুতে জড়িত। পার্টির সদস্যরাও এখন এ নিয়ে প্রশ্ন তুলছেন।’
TMC, even your own members admit that Sandip Ghosh and CP Vinit are involved in more than just the horrific rape and murder of a young doctor.
This state machinery has sunk to new lows, with party members now questioning the extent of this government’s downfall.#MamataResign pic.twitter.com/sGcwJdUKDa
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 18, 2024
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)