AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: সুখেন্দুর পুলিশ কমিশনারকে নিয়ে দাবি দুর্ভাগ্যজনক, বলছেন কুণাল, পাল্টা তোপ সুকান্তর

RG Kar Case: সুখেন্দু শেখর রায়ের এক্স মাধ্যমে কলকাতা পুলিশ কমিশনার এবং সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়া মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। কুণাল যদিও বলছেন, সুখেন্দু শেখর রায়ের সিপি কেন্দ্রিক দাবি দুর্ভাগ্যজনক।

RG Kar Case: সুখেন্দুর পুলিশ কমিশনারকে নিয়ে দাবি দুর্ভাগ্যজনক, বলছেন কুণাল, পাল্টা তোপ সুকান্তর
কী বলছেন কুণাল, কী বলছেন সুকান্ত ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2024 | 12:47 PM
Share

কলকাতা: কলকাতার নগরপাল ইস্যুতে সুখেন্দু শেখরের বিপরীতে কুণাল। নগরপালের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল কুণাল ঘোষ। সুখেন্দু শেখর রায়ের সিপি কেন্দ্রিক দাবি দুর্ভাগ্যজনক, মত কুণালের। কলকাতা পুলিশ কমিশনার তাঁর সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি তাঁর কাজ করছেন। তদন্ত ইতিবাচক পথেই কলকাতা পুলিশ কমিশনার করছেন, দাবি কুণাল ঘোষের। তবে সুখেন্দু শেখর সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে যে দাবি করেছেন তা নিয়ে কুণাল অবশ্য কিছু লেখেনি এই পোস্টে। তবে কি সন্দীপ ঘোষের বিষয়ে সুখেন্দু শেখর রায়কে সমর্থন করলেন কুণাল? সেই প্রশ্নও জোরালো হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে এক্স হ্যান্ডে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজি কর কাণ্ডে কে প্রথম সুইসাইডের তত্ত্ব ছড়ালো, কে প্রথম বলল এ কথা, এ কারণেই কলকাতার পুলিশ কমিশনার ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। চাইছেন সুখেন্দু শেখর। তার এই পোস্টের পর থেকেই রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর। 

যদিও ব্যক্তিগত ভাবে কলকাতা পুলিশ কমিশনার তাঁর কাজ করছেন এবং ইতিবাচক লক্ষ্যেই তদন্ত করছেন, মত কুণালের। এরইমধ্যে আবার সুখেন্দুর পোস্টকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে লিখছেন, ‘তৃণমূল এমনকি আপনার নিজের সাংসদও স্বীকার করেছেন। সন্দীপ ঘোষ এবং সিপি বিনিত গোয়েল একজন মহিলা ডাক্তারের ভয়ঙ্কর ধর্ষণ এবং হত্যার চেয়েও বেশি কিছুতে জড়িত। পার্টির সদস্যরাও এখন এ নিয়ে প্রশ্ন তুলছেন।’ 

 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)