AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘এই ভোটার বাতিল হলে প্রধানমন্ত্রীও অবৈধ’, একটা বাদ পড়লে এক লক্ষ বাঙালিকে নিয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee: SIR নিয়ে আলোচনার জন্য তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে আবেদন জানিয়েছেন অভিষেক বলেন, "আমরা চাই, সংসদ চলুক। কিন্তু, কেন্দ্রের নিশ্চয় কিছু লুকানোর আছে, তাই তারা আলোচনা চাইছে না।" এরপর তিনি বলেন, "SIR প্রক্রিয়া করতে ২ বছর লাগে। সেটা একমাসে করবেন কীভাবে?"

Abhishek Banerjee: 'এই ভোটার বাতিল হলে প্রধানমন্ত্রীও অবৈধ', একটা বাদ পড়লে এক লক্ষ বাঙালিকে নিয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 08, 2025 | 5:25 PM
Share

কলকাতা: বিহারের পর বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্য এখন SIR-র জন্য প্রস্তুত নয়। এবার বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুললেন, যে প্রক্রিয়া সম্পন্ন করতে ২৪ মাস সময় লাগে, তা একমাসে হবে কী করে? একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে তাঁর বক্তব্য, যদি ভোটার তালিকায় অবৈধ ভোটার থেকে থাকেন, তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারাই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সেই হিসেবে প্রধানমন্ত্রীও অবৈধ।

শুক্রবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া নিয়ে কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। বিজেপিকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। এখন এত শ্রম দিয়ে, এত নিত্য যাতায়াত করে তো লাভ নেই। মানুষ ভোট দিলে তো বিজেপির বিপক্ষে দেবে। এটা বিজেপি দেখেছে। তাই ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে SIR। ইয়েস স্যার বলে নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে যারা বিক্রি করে দিয়েছে, আমরা তাদের বলছি, নো স্যর। SIR বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেব না। আর SIR-র নামে একটা মানুষের ভোটাধিকার যদি বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করব এক লক্ষ বাঙালিকে নিয়ে। এদের ক্ষমতা থাকলে আটকে দেখাবে।” বিজেপির কথা ও ইশারায় কমিশন কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

SIR নিয়ে আলোচনার জন্য তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে আবেদন জানিয়েছেন অভিষেক বলেন, “আমরা চাই, সংসদ চলুক। কিন্তু, কেন্দ্রের নিশ্চয় কিছু লুকানোর আছে, তাই তারা আলোচনা চাইছে না।” এরপর তিনি বলেন, “SIR প্রক্রিয়া করতে ২ বছর লাগে। সেটা একমাসে করবেন কীভাবে? আর আপনি যদি বলেন, ভোটার তালিকায় গরমিল রয়েছে, তাহলে এই ভোটার তালিকাতেই তো ২০২৪ সালে কেন্দ্রে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ। প্রধানমন্ত্রী অবৈধ। স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ। প্রতিরক্ষামন্ত্রী অবৈধ। এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তাঁরা অবৈধ। পুরো দেশটাই তো অবৈধরা চালাচ্ছেন।” অভিষেক বলেন, “SIR-এ যারা দিন আনে দিন খায়, সেই গরিব মানুষের নাম সবার আগে বাদ যাবে।”

গতকাল ইন্ডি জোটের বৈঠকে থাকা নিয়ে তিনি বলেন, “আমাদের অবস্থান খুব স্পষ্ট। তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে, তৃণমূল তার জন্য এক পা হাঁটবে। কিন্তু, আমাদের গুরুত্ব হচ্ছে বাংলা। বাংলাভাষাকে যেভাবে বাংলাদেশি বলা হচ্ছে, আমাদের সমর্থনে যারা এক পা হেঁটেছে, আমরা তাদের জন্য হাঁটব। আমাদের কোনও ইগো নেই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছি। এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছি।

তিনি আরও জানান, “ইন্ডি জোটের পক্ষে একটি প্রতিনিধি দল ১১ অগস্ট জাতীয় নির্বাচন কমিশনে যাবে। সংসদ থেকে মিছিল করে তারা যাবে। আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায়, যেতে পারব না। তবে সেখানে তৃণমূলের প্রতিনিধিরা থাকবেন।”