‘শেষ দুই দফার ভোট একসঙ্গে হোক’, আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

Apr 20, 2021 | 4:13 PM

বিধানসভা ভোটের (Assembly Election 2021) দফা কমানোর আর্জি আগেই জানিয়েছিল তৃণমূল (TMC)। এবার ফের চিঠি দিল কমিশনে (Election Commission)।

শেষ দুই দফার ভোট একসঙ্গে হোক, আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল
কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল

Follow Us

কলকাতা: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল প্রচারের কর্মসূচীতে কাটছাঁট করেছে। এবার শেষ দুই দফার ভোট যাতে একসঙ্গে হয়ে যায় কমিশনের কাছে সেই আর্জি জানাল শাসক দল। ভোটকর্মীদের কথা ভেবে দল এই আবেদন করছে বলে জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা।

সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে মঙ্গলবার কমিশনের কাছে চিঠি দিয়েছে তৃণমূল। এ দিন তৃণমূলের তরফে কমিশনে যান সুখেন্দু শেখর রায়, পূর্ণেন্দু বসু, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মন্ডল ও পূর্ণেন্দু বসু। এ দিন তাঁরা মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে লিখিতভাবে এই আবেদন করেন।

সুখেন্দু শেখর রায় এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমাদের দলনেত্রী প্রচার সূচী ছোট করেছেন। এবার শেষ দু’দফার ভোট এক সঙ্গে করার আবেদন জানিয়েছি। আমাদের প্রত্যাশা করা নির্বাচন কমিশন ভোটারদের ও ভোটকর্মী সহ ভোটের কাজে যুক্ত সকলের জীবন সুরক্ষার কথা ভাববে।’

প্রার্থীদের মৃত্যুর কথা উল্লেখ করেন আর এক সাংসদ প্রতিমা মণ্ডল। তিনি বলেন, ২২ তারিখ ষষ্ঠ দফার নির্বাচন। সেই দফায় পরিবর্তন করা সম্ভব নয়। কিন্ত, সপ্তম ও অষ্টম দফার নির্বাচন যাতে একসঙ্গে করা যায় সেই আবেদন জানিয়েছি। চিঠি পড়ে পুরো বিষয়টা বিবেচনা করার আশ্বাস তাঁদের দেওয়া হয়েছে বলে জানান প্রতিনিধিরা।

আরও পড়ুন: ‘যথেষ্ট প্রচার হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন’, বললেন হাইকোর্টের প্রধান বিচারপত

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে প্রতিমা মণ্ডল বলেন, ‘কুম্ভমেলার যে ভাবে অনুমতি দিলেন তা সকলে দেখেছেন। কুম্ভমেলার প্রসাদ হিসেএব এসেছে করোনা।

Next Article