কলকাতা: ২০১৬ সালের ষষ্ঠীর দিন কারা-জীবন শেষ করে বাড়ি ফিরেছিলেন কুণাল ঘোষ। সেই সময়কার স্মৃতি এখনও টাটকা তাঁর। কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সঙ্গে বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলে দেখা করতে যান তৃণমূল মুখপাত্র। সেই সময় পাশে থাকা অফিসার, কর্মী, বন্দিদের জন্য নিয়ে যান উপহারও। সঙ্গে নিজের লেখা বই, পুজোবার্ষিকী দিয়ে যান সংশোধনাগারের গ্রন্থাগারে। তবে প্রেসিডেন্সি সংশোধনাগারের গেলেও পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যদের সঙ্গে এদিন দেখা করেননি তিনি। তা নিয়ে প্রশ্ন করা হলে সযত্নে এড়িয়েও যান কুণাল।
প্রেসিডেন্সি সংশোধনাগারে যে সময় কুণাল বিচারাধীন বন্দি ছিলেন, ঘটনাচক্রে সে সময় যিনি জেল সুপার ছিলেন, বিভিন্ন জেল ঘুরে এখনও সেই দেবাশিস চক্রবর্তীই সুপার। প্রেসিডেন্সি জেলের কর্মীদের পুজোয় এবার স্বাস্থ্যই সম্পদ থিম। পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন হবে। উদ্বোধন করবেন সংশোধনাগারের প্রবীণ সাফাইকর্মী। সপ্তমীর দিন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। নবমীর দিন সংশোধনাগারে যেতেও পারেন কুণাল ঘোষ।
জেল সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, “গত বছরও একইভাবে কুণালবাবুকে পেয়েছি। পুজোর সময় উনি বন্দিজীবনের সেই পর্যায়টুকুর কাছে শ্রদ্ধার্ঘ রেখে যান।” অন্যদিকে কুণাল ঘোষ বলেন, “নবমীর দিন জেলের অফিসার, কর্মীরা রক্তদান শিবির করছেন। আসার ইচ্ছা রইল।”