Mamata Banerjee: ‘বিচারব্যবস্থার জয়’, রাহুলের ‘সুপ্রিম’ স্বস্তিতে খুশি মমতা

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Aug 04, 2023 | 4:33 PM

Mamata Banerjee: রাহুল গান্ধীর 'সুপ্রিম' স্বস্তির খবরে খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাহুল গান্ধীর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পর টুইট করেছ নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী।

Mamata Banerjee: বিচারব্যবস্থার জয়, রাহুলের সুপ্রিম স্বস্তিতে খুশি মমতা
রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মোদী পদবি নিয়ে মানহানির মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি মিলেছে রাহুল গান্ধীর। সুরাট আদালতের সাজার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এরপরই কংগ্রেস শিবিরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। রাহুল গান্ধীর সাংসদ-পদ ফেরাতে ব্যস্ত কংগ্রেস নেতৃত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথাবার্তা বলতে ছুটেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। এদিকে রাহুল গান্ধীর ‘সুপ্রিম’ স্বস্তির খবরে খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাহুল গান্ধীর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পর টুইট করেছ নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘এই জয় বিচার ব্যবস্থার জয়’। আদালতে রাহুল গান্ধীর এই জয়ের ফলে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট আরও শক্তিশালী হবে এবং এককাট্টা হয়ে দেশের জন্য লড়বে বলে আশাবাদী মমতা। চব্বিশের লোকসভা ভোটে মমতা-সনিয়ারা একসঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। ২৬টি বিজেপি-বিরোধী দল মিলে তৈরি করেছে ইন্ডিয়া জোট। তাতে অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা। আর এমন অবস্থায় রাহুল গান্ধীর ‘সুপ্রিম’ স্বস্তি ‘ইন্ডিয়া’ জোটকে আরও বেশি মজুবত করবে বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো।

প্রসঙ্গত, বিগত দিনগুলিতে কংগ্রেসকে খোঁচা দিয়ে বিভিন্ন সময়ে তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’য় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বিশেষ করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস যে ব্যর্থ… এবং একমাত্র তৃণমূলই যে পারে বিজেপিকে রুখতে… তা বার বার বোঝানোর চেষ্টা হয়েছে তৃণমূল মুখপত্রে। তবে এখন পরিস্থিতি বদলেছে। এখন ‘ইন্ডিয়া’ জোটে হাতে হাতে মিলিয়ে লড়ছেন মমতা-সনিয়ারা।

Next Article