TMC: ‘দিদির সুরক্ষাকবচ’, পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় আরও এক কর্মসূচি তৃণমূলের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 02, 2023 | 1:17 PM

TMC: প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে 'দিদিকে বলো', 'বাংলার গর্ব মমতা'বলে দুটি কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস।

TMC:  দিদির সুরক্ষাকবচ, পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় আরও এক কর্মসূচি তৃণমূলের
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে আরও একটা নয়া কর্মসূচি আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির সুরক্ষাকবচ।’ রাজ্য সরকারের একাধিক প্রকল্পই মানুষের সুরক্ষা। সেই সুরক্ষা কবচের কথাই বলতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্তত প্রাথমিকভাবে তেমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’বলে দুটি কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। মূলত এই দুটি কর্মসূচিকে হাতিয়ার করে জনসংযোগ করা হয়েছিল। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস একটি নতুন কর্মসূচি আনছে। নাম দিদির সুরক্ষাকবচ। বিষয়টা হল, স্বাস্থ্য় সাথী-সহ রাজ্য সরকারের বিভিন্ন যে জনমুখী প্রকল্প রয়েছে, সেগুলিকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার ও সরকার মানুষের কাছে তার দায়বদ্ধতা হিসাবে কোন কোন প্রকল্প নিয়ে আসছে, তার পরিষেবা কী, সেগুলিকে বিষয়গুলিকে আরও জোরদারভাবে মানুষের কাছে নিয়ে আসার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সামগ্রীকভাবে দেখতে গেলে, এটা যে খুব একটা বেশি নতুন ব্যাপার তা নয়, রাজ্য শীর্ষ নেতৃত্বের তরফে এই নির্দেশিকা বরাবরই দলীয় নেতৃত্বকে দেওয়া হয়। রাজ্য সরকার কী কী কর্মসূচি নিয়ে আসছে, কোন কোন প্রকল্প নিয়ে আসছে, তা যেন সাধারণ মানুষ সম্যকভাবে অবহিত থাকেন। এই বিষয়টি আরও একটি নাম নিয়ে এবার আরও বেশি সংগঠিত পন্থায় হবে।

একুশের নির্বাচনের আগে আনা দিদিকে বলো কর্মসূচি ব্যাপকভাবে সাড়া ফেলেছিল বাংলায়। তার ফল দেখা গিয়েছে নির্বাচনেও। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচি নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

Next Article