Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM to TMC: উত্তর দমদমের একমাত্র ‘সলতে’, নিভল তাও! তৃণমূলে যোগ দিলেন CPM-এর সন্ধ্যারানি

CPM to TMC: সন্ধ্যা উত্তর দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বলা ভাল, উত্তর দমদমের শিবরাত্রির সলতের মতো একমাত্র সিপিএম কাউন্সিলর ছিলেন তিনি। এমনকী একমাত্র বিরোধী কাউন্সিলর ছিলেন।

CPM to TMC: উত্তর দমদমের একমাত্র 'সলতে', নিভল তাও! তৃণমূলে যোগ দিলেন CPM-এর সন্ধ্যারানি
তৃণমূলে যোগ দিলেন সিপিএম নেত্রীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 3:54 PM

কলকাতা: ছাব্বিশে বিধানসভা ভোট। তার আগেই ময়দানে নেমেছে সকল রাজনৈতিক দল। নিজেদের গুঁটি সাজাতে মরিয়া তারা। তবে ভোটের আগে ক্রমেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে মরিয়া শাসর দল তৃণমূল। সম্প্রতি হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূলে। আর এবার ভাঙন ধরল বাম শিবিরে। সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল।

সন্ধ্যা উত্তর দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বলা ভাল, উত্তর দমদমের শিবরাত্রির সলতের মতো একমাত্র সিপিএম কাউন্সিলর ছিলেন তিনি। এমনকী একমাত্র বিরোধী কাউন্সিলর ছিলেন। তাঁর দল ছাড়ায় বামেদের যে আরও শক্তি ক্ষয় হল বলাই যায়। শনিবার সন্ধ্যার হাতে পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বস্তুত,২০২২ সালে পুরভোটে ৩৪ ওয়ার্ড বিশিষ্ট উত্তর দমদম পুরসভার ৩৩ টি ওয়ার্ড তৃণমূলের দখলে যায়। ১৫নং ওয়ার্ড জিতে নেয় সিপিআই (এম)। দীর্ঘ তিন বছর সেই ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যারানি মণ্ডল সিপিআইএম দলের অন্তরে থেকে কাজ করেছিলেন।

দল ত্যাগী কাউন্সিলর জানান,তাঁ কাজ করতে অসুবিধা হচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সকলের জন্য কাজ করার জন্য তাঁর তৃণমূলে যোগদান। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান,”উনি আমাদের দলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষ তাঁকে দলে যোগদান করানো হলো। এই যোগদানের ফলে উত্তর দমদম পুরসভা বিরোধী শুন্য হল।”

এই দলবদল প্রসঙ্গে সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষ টিভি ৯ বাংলাকে বলেন, “তৃণমূল থেকে যখন অন্যান্য লোকজন বিজেপি-তে যায় সেক্ষেত্রে তৃণমূল যা বলে আমাদেরও তাই বলার। ওদের দলের লোক দলবদল করলে সেটা ঠিক, আর অন্য দলের লোক দলবদল করলে সেটা ভুল, এটা হতে পারে না। বামেদের সময় বাংলায় এই দলবদলের রাজনীতি কোনও দিনই ছিল না। আমরা সরকারে থাকা অবস্থায় কোনও বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিকে আমাদের দলে আনিনি। এনে অন্যায় ভাবে ভুল পথে ক্ষমতা দখল করতে যাইনি। এই কালচার তৃণমূল এনেছে। যেদিন বাংলা থেকে ওদের তাড়াব এই সংস্কৃতীকেও বাংলা থেকে তাড়াব।”