কলকাতা: গ্যাসের দাম কমানো নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার এ নিয়ে বিজেপির ভরা পালে হাওয়া কাড়তে আসরে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। সব জেলা সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠক ডাকল তৃণমূল মহিলা কংগ্রেস। ৯ সেপ্টেম্বর বৈঠক ডাকা হয়েছে। শাসকদলের বক্তব্য, উজ্জ্বলা প্রকল্পে নাম নথিভুক্ত করেও টাকা দিতে না পেরে তালিকা থেকে বাদ গিয়েছেন অনেক মহিলা। এবার এই তালিকা খতিয়ে দেখছে তৃণমূল মহিলা কংগ্রেস । বিজেপির নয় কোটি মহিলার উপকৃত হওয়ার প্রচারের পাল্টা প্রচার করতে কোমর বাঁধছে তৃণমূল মহিলা কংগ্রেস ।
আগামী ৯ ই সেপ্টেম্বর শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের সব জেলা সভানেত্রীদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে হবে ওই বৈঠক । সভাপতিত্ব করবেন চন্দ্রিমা ভট্টাচার্য । সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনের আগে একাধিক কর্মসূচি হাতে নিতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেস । তারই রূপরেখা চূড়ান্ত করতেই আগামী ৯ ই সেপ্টেম্বরের ওই বৈঠক বলে জানা গিয়েছে। ওই বৈঠকে উজ্জ্বলা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর । ওই দিন বেলা বারোটার সময় উত্তর ও দক্ষিণবঙ্গের মতো ৩১ টি সাংগঠনিক জেলার সভানেত্রীরা থাকবেন ওই মিটিংয়ে।
প্রসঙ্গত, ভোটের মুখে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে কেন্দ্র । কেন্দ্রের দাবি, প্রায় নয় কোটি মহিলা গ্রাহক উজ্জ্বলা প্রকল্পের সুবিধা পান। ২০০ টাকা কমানোয় আরও বেশি করে উপকৃত হবেন তাঁরা। এই বিষয়টি নিয়েই এবার ময়দানে নামবে তৃণমূল মহিলা কংগ্রেস । তৃণমূল মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, “নাম নথিভুক্ত করার সংখ্যা কেন্দ্র বলছে । কিন্তু ছ’মাস অর্থাভাবে গ্যাস কানেকশন না নিতে পেরে কত জনের নাম বাদ গিয়েছে, তার হিসেব দিচ্ছে না কেন্দ্র।” চন্দ্রিমার কথায়, “সাড়ে চারশো টাকার গ্যাস ১১৫০ টাকা করে ভোটের মুখে ২০০ টাকা কম করা, আসলে ভোট সমীকরণকেই মাথায় রাখা হয়েছে।” এবার এই কানেশকন হারানো মোট সংখ্যাটিকেও সামনে আনতে চায় মহিলা তৃণমূল কংগ্রেস ।