AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMCP: একুশের ছোঁয়া আঠাশেও! বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ে যুবরাও

TMCP 28 August: ‘বাঙালি অস্মিতা’- এই শব্দ বন্ধ এখন বঙ্গ রাজনীতির জ্বলন্ত ইস্যু। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক-বিরোধী-প্রত্যেক দলের নেতৃত্বের মুখে ঘুরেফিরে আসছে বাঙালি অস্মিতা রক্ষার কথা!

TMCP: একুশের ছোঁয়া আঠাশেও! বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ে যুবরাও
২৮ অগাস্টের মঞ্চImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 28, 2025 | 11:01 AM
Share

কলকাতা: বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে এটাই শেষ আরেক মহাইভেন্ট! তাই ২৮ অগাস্টেও একুশের জুলাইয়ের মতই গুরুত্ব দিচ্ছে যুব তৃণমূল নেতৃত্ব। গোটা সভাস্থলে বাংলা অপমানের বিরোধিতায় ব্যানার-পোস্টার দেখতে পাওয়া গিয়েছে।  একুশের মতো আঠাশেরও ইস‍্যু বাংলা ও বাঙালির অপমান। ছাত্র সমাবেশ থেকেই ইঙ্গিত মিলছে,  বিধানসভা ভোট পর্যন্ত বাংলা ও বাঙালির অস্মিতা নিয়েই লড়বে তৃণমূল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এদিনের সভা থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও বার্তা দিতে পারেন সুপ্রিমো। যদিও বর্তমান পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে রাজ‍্যের সব কলেজে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করা কঠিন, তেমনটাও মত অনেকের।

‘বাঙালি অস্মিতা’- এই শব্দ বন্ধ এখন বঙ্গ রাজনীতির জ্বলন্ত ইস্যু। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক-বিরোধী-প্রত্যেক দলের নেতৃত্বের মুখে ঘুরেফিরে আসছে বাঙালি অস্মিতা রক্ষার কথা! আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে,  তার মধ্যে বাংলা ভাষাকেই এবার আন্দোলনের হাতিয়ার শাসকদলের।  পথে নেমেছে রাজ্যের শাসকদল, সংসদে তুলেছে ঝড়। এমনকি ছোঁয়া লেগেছে পুজোর অনুদানেও।

ইস্যু, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা ও তাঁদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ।   আর সেক্ষেত্রে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নানাভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য সরকার। একুশের মঞ্চ থেকেও সুর চড়িয়েছেন খোদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে আঠাশে অগাস্টের মঞ্চ থেকে নেতৃত্ব যুবদের উদ্দেশে কী বার্তা দেন, সেটাই দেখার।