Singer KK Death: কী হয়েছিল কেকে-র কনসার্টে? শীর্ষ নেতাদের রিপোর্ট দিল টিএমসিপি
Singer KK Death: কেকে-র মৃত্যুর ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। এমনকি টিএমসিপির গোষ্ঠী-দ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে।
কলকাতা : কেকে-র মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। গুরুদাস কলেজের অনুষ্ঠানে কী এমন ঘটেছিল, কেমন ছিল সব ব্যবস্থাপনা, তা নিয়েই প্রশ্ন উঠেছে। বিরোধীরা দাবি করছেন, অব্যবস্থার জন্যই মৃত্যু হয়েছে কেকে-র। এমনকি এই ইস্যুতে তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই আবহেই তৃণমূল ছাত্র পরিষদ অনুষ্ঠান সম্পর্কে রিপোর্ট জমা দিল দলের শীর্ষ নেতৃত্বের কাছে। কেকে-র অনুষ্ঠানের দিন ঠিক কী হয়েছিল, তার বিস্তারিত রিপোর্ট দলীয় নেতৃত্ব চেয়েছিল টিএমসিপির কাছে। সেই রিপোর্ট জমা দিয়েছে টিএমসিপি। এবার রিপোর্ট নিয়ে পর্যালোচনা হবে।
অনুষ্ঠানের দিন কী কী হয়েছিল, কেন এত বেশি লোক প্রবেশ করল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশকে খবর দেওয়া হয়েছিল কি না, আগে থেকে থানায় জানানো হয়েছিল কি না, সেই প্রশ্নও করেছেন বিরোধীরা। তাই শীর্ষ নেতৃত্বের তরফে উত্তর চাওয়া হয়েছিল টিএমসিপির কাছে। বৃহস্পতিবার সেই রিপোর্ট জমাও দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এবার সেই নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই অনুষ্ঠানকে ঘিরে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কলেজের অনুষ্ঠানে নাকি আমন্ত্রণই পাননি সাধারণ সম্পাদক রাজেশ মণ্ডল। প্রেসিডেন্ট উপস্থিত থাকলেও তাঁকে ডাকা হয়নি বলেই অভিযোগ করেছেন রাজেশ। কেকে-র অনুষ্ঠানকে ঘিরেও কি প্রকট হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব? প্রশ্ন উঠছে সেখানেও। প্রকাশ্যে কিছু না বললেও ওই ঘটনায় যে রাজেশ মণ্ডল ক্ষুব্ধ, তা তাঁর কথা থেকে বেশ স্পষ্ট। এই অনুষ্ঠান ঘিরে প্রায় মাস খানেক ধরেই উন্মাদনা তৈরি হয়েছিল। অনেককে পাসও দেওয়া হয়েছিল। রাজেশ দাবি করেন, তিনি কর্তৃপক্ষের নজরে এনেছিলেন বিষয়টি। খোলা জায়গায় অনুষ্ঠান করার কথাও নাকি বলেছিলেন। তবে তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কোনও বিতর্ক হোক চায় না। ফিরহাদ হাকিম আগেই জানিয়েছেন সে কথা।