কলকাতা: গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণঝড় মিগজাউম। স্থলভাগে ঢুকে ধীরে-ধীরে শক্তি হারাচ্ছে সে। তেলঙ্গানা হয়ে ছত্তীসগঢ়ের দিকে সরবে নিম্নচাপ। তবে বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই।আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন। কিন্তু বুধবার ও বৃহস্পতিবার হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এই মরশুমে মূলত ক্ষেত থেকে পাকা ধান তোলা হয়। চলে আলু চাষ। কিন্তু বাধ সাধল ঘূর্ণিঝড়। ছত্তীসগঢ়ের দিকে সরলেও বাংলার রেহাই নেই বলা যায়। কারণ এর প্রভাবে যে বৃষ্টি হবে তাতে দুর্যোগ না হলেও ‘পাকা ধানে পড়বে মই’। ধান থেকে আলু সমস্ত কিছুতেই ক্ষতি আশঙ্কা দেখছেন কৃষকরা। জানা যাচ্ছে, এখনও বাংলায় ঢুকছে মেঘ যার জেরে বৃষ্টি হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ৬ ও ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া,হুগলি,বাঁকুড়া,নদিয়া,পূর্ব বর্ধমানে। তবে শুক্রবারের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ায় সম্ভবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। মেঘ কাটলে মাঝ ডিসেম্বরে ঠান্ডার বাড়ার আশা।