Kolkata Heat Wave: কলকাতা যেন গরম তাওয়া! আজও সেঁকবে, তৈরি থাকুন…

Soma Das | Edited By: সায়নী জোয়ারদার

Apr 30, 2024 | 7:31 AM

Kolkata Heat Wave: সোমবার কলাইকুণ্ডার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এরপরই পানাগড়, সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের পারদ চড়েছে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দমদম তো ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল, আলিপুরে যা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের পর রেকর্ড গরম কলকাতায়। আজও রক্ষা নেই বঙ্গবাসীর। একেবারে গরম তাওয়ায় পুড়ছে বাংলা।

Kolkata Heat Wave: কলকাতা যেন গরম তাওয়া! আজও সেঁকবে, তৈরি থাকুন...
আবহাওয়ার আপডেট
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা। সোমবারও দেশের উষ্ণতম স্থান হিসাবে থেকেছে বাংলার কলাইকুণ্ডা। আজ মঙ্গলবারও মুক্তির কোনও রাস্তাই নেই। এমনকী কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছতে পারে আজও। স্বাভাবিকের থেকে যা অনেকটাই বেশি। ইতিমধ্যেই নিয়মিত ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থেকেছে কলকাতার তাপমাত্রা। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি। ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। টানা চলছে!

সোমবার কলাইকুণ্ডার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এরপরই পানাগড়, সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের পারদ চড়েছে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দমদম তো ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল, আলিপুরে যা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের পর রেকর্ড গরম কলকাতায়। আজও রক্ষা নেই বঙ্গবাসীর। একেবারে গরম তাওয়ায় পুড়ছে বাংলা।

আজও বেলা বাড়লেই গরম হাওয়ার দাপটে নাস্তানাবুদ হতে হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেভাবে এগোচ্ছে, এপ্রিলেই ৪৫ পার, তাতে আগামী দিনগুলোয় কোথায় গিয়ে থামবে, তা অনুমান করাও দুরূহ হয়ে যাচ্ছে। হাওয়া অফিস বলছে ৩ মে অবধি তাপপ্রবাহ চলবে। ৪ মে বৃষ্টি হলেও হতে পারে। আলিপুর আবহাওয়া বলছে, ৪-৫ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কারণ, বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আপেক্ষিক আর্দ্রতা ৭০-৮০ শতাংশের কাছাকাছি হলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

Next Article