কলকাতা: ভোটের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। খুব তাড়াতাড়ি সিআইএসএফ জওয়ান পরিবৃত হয়ে থাকতে দেখা যাবে রেখাকে বলেই খবর। সূত্রের খবর ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন রেখা। তবে শুধু রেখাই নন, মোট ৬ বিজেপি প্রার্থীকে স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে বলে খবর। রেখা ছাড়াও নাম আছে বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কাণ্ডারী, রায়গঞ্জের কার্তিক পাল ও ঝাড়গ্রামের প্রণত টুডু।
সন্দেশখালিকাণ্ড সামনে আসার পর প্রতিবাদী মুখ হিসাবে উঠে আসে রেখা পাত্রের নাম। রেখা সেই মহিলা, যিনি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার পরই গ্রেফতার হন শিবু হাজরা, উত্তম সর্দাররা। সেই রেখাকেই বিজেপি তাঁদের প্রার্থী করে তাক লাগিয়ে দেয় এবারের লোকসভা ভোটে। নাম ঘোষণার পরই ময়দানে নেমে জোর প্রচার শুরু করেছেন তিনি। শুধু সন্দেশখালিই নয়, বসিরহাট লোকসভার বিভিন্ন এলাকায় দাপিয়ে প্রচার করছেন তিনি। তবে প্রার্থী হওয়ার পরই নিজের নিরাপত্তা নিয়ে বলেছিলেন রেখা।
সেই রেখার নিরাপত্তাকে সুদৃঢ় করতে খুব শিগগিরি কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছেন। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক তাঁর জন্য এক্স ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করেছে। সেক্ষেত্রে সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তা দেবেন তাঁকে।
রেখাকে বিজেপি দলীয় প্রার্থী করার পর থেকেই তাঁর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছিল। সূত্রের খবর, রেখাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া যায় কি না তা নিয়ে প্রথম থেকেই একটা ভাবনাচিন্তা করছিলেন। অবশেষে যা জানা যাচ্ছে, দু’ একদিনের মধ্যেই রেখা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। কেন্দ্রীয় জওয়ানরা থাকবেন গোটা ভোটপর্বে তাঁর সঙ্গে।