কলকাতা: ক্রমেই ভয়াবহ হচ্ছ উত্তরবঙ্গের প্লাবন পরিস্থিতি। আরও দুর্ভোগ বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে এই সপ্তাহের মাঝে। বৃহস্পতিবার প্রবল বর্ষণের সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, অসম, সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা। দক্ষিণবঙ্গে মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে দু’ এক পশলা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে। বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। যেখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আর এই প্রবল বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। উত্তরের নদীগুলিতে জলস্তর ইতিমধ্যেই বেড়ে রয়েছে। আরও বৃষ্টি হলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার ও বুধবার। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বুধবার ১০ জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমিটার।