কলকাতা: ভারতীয় জনতা পার্টিতে শামিল হলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক রায় (Kousik Roy)। শুক্রবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্মপ্রতীক পতাকা হাতে তুলে নেন তিনি। ‘খড়কুটো’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক রায়। সম্প্রতি একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপিতেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
বিজেপিতে যোগদান নিয়ে কৌশিক রায় TV9 বাংলাকে বলেন, “আমার মনে হল রাজনীতি করার ইচ্ছে যখন আমার রয়েছে তখন এই সময়টা ভাল। এখন যা রাজনৈতিক পরিবেশ, মানুষের রাজনৈতিক নেতাদের সম্পর্কে যে অনীহা তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আরও বেশি দায়িত্ববান লোকজন রাজনীতিতে এলে রুচিসম্মতভাবে রাজনীতি করা যাবে।”
আরও পড়ুন: অভিষেককে আইনি নোটিস দিয়ে সুস্থতা কামনা শুভেন্দুর
প্রসঙ্গত, কৌশিকের বাবা এক সময় তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন। ছাত্রজীবনে যদিও অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কৌশিক। ‘খড়কুটো’-র পাশাপাশি ‘বোঝে না সে বোঝে না’-র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।