Train Cancellation: শিয়ালদহ মেইনে ১৪৩টি লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Mar 15, 2024 | 4:13 PM

Train Cancellation: রেলের তরফে যদিও দাবি করা হয়, যাত্রীদের আরও ভাল পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে। তবে সাধারণ যাত্রীরদের বক্তব্য, সকলের সরকারি চাকরি নয়। ফলে শনিবার ছুটি বা হাফ ছুটিও থাকে না। সারাদিন অফিস শেষে ট্রেন বাতিলের মুখে পড়তে হলে নাকাল হতে হয়। আর রবিবার এভাবে ট্রেন বাতিল হলে কোথাও যাওয়ার পরিকল্পনা করলেও তা থেকে পিছু হঠতে হয়।

Train Cancellation: শিয়ালদহ মেইনে ১৪৩টি লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা
ট্রেন বাতিল। ফাইল চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সপ্তাহান্তে ট্রেন বাতিল যেন দস্তুর হয়ে উঠছে। কিছু না কিছু রেলের কাজ, আর তার জন্য একের পর এক লোকাল ট্রেন বাতিল ঘোষণা। এ সপ্তাহে দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ চলবে। আর সে কারণে ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। বোঝাই যাচ্ছে ব্যাপক যাত্রী দুর্ভোগ থাকবে এই ৫২ ঘণ্টা। এছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

মূলত শিয়ালদহ-ব্যারাকপুর-নৈহাটি সেকশনে এবং শিয়ালদহ-দমদম ক্যানটনমেন্ট সেকশনে ট্রেন বাতিল থাকছে। গোটা শিয়ালদহ ডিভিশনে ৮৯২টি ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার সমস্ত মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসাবে চলবে। বাতিল করা হয়েছে তিনটি মেল-এক্সপ্রেস। তালিকায় আছে, আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ও হাওড়া সিউড়ি মেমু এক্সপ্রেস।

রেলের তরফে যদিও দাবি করা হয়, যাত্রীদের আরও ভাল পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে। তবে সাধারণ যাত্রীরদের বক্তব্য, সকলের সরকারি চাকরি নয়। ফলে শনিবার ছুটি বা হাফ ছুটিও থাকে না। সারাদিন অফিস শেষে ট্রেন বাতিলের মুখে পড়তে হলে নাকাল হতে হয়। আর রবিবার এভাবে ট্রেন বাতিল হলে কোথাও যাওয়ার পরিকল্পনা করলেও তা থেকে পিছু হঠতে হয়। এর আগে মার্চের শুরুতে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল। যদিও পরে অনিবার্য কারণে তা স্থগিতও রাখা হয়।

Next Article