কলকাতা: হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি (HWH-NJP) পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) আগেই চালু হয়েছে। এবার আরও একটি বন্দেভারত এক্সপ্রেস খুব শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া থেকে। বৃহস্পতিবার সেই বন্দে ভারত এক্সপ্রেসের রেক এসে পৌঁছেছে সাঁতরাগাছি স্টেশনের ইয়ার্ডে। হাওড়া থেকে পুরী (Howrah – Puri) পর্যন্ত ছুটবে এই বন্দে ভারত। আগামী ২৮ এপ্রিল (শুক্রবার) এবং ৩০ এপ্রিল (রবিবার) চলবে হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান। যাত্রাপথের মাঝে কেবল খড়্গপুর স্টেশনে মাত্র দুই মিনিটের জন্য থামবে এই সেমি হাইস্পিড এক্সপ্রেস। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, নতুন এই বন্দেভারতের গতি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের থেকে বেশি হওয়ার সম্ভবনা রয়েছে।
পাশাপাশি এও জানা যাচ্ছে, এই হাওড়া-পুরী এই বন্দেভারত এক্সপ্রেসটি সকালের দিকে চালানোর চিন্তাভাবনা রয়েছে রেলের। সেক্ষেত্রে, একইদিনে পুরী গিয়ে পুরীর জগন্নাথধামে পুজো দিয়ে আবার কোনও ফেরার ট্রেন ধরতে পারবেন পুন্যার্থীরা। উল্লেখ্য, কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ পুরীতে যান… কেউ সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে, কেউ জগন্নাথধামে পুজো দিতে। সেক্ষেত্রে এই হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসটি চালু হয়ে গেলে আগামী দিনে পূন্যার্থী ও পর্যটকদের জন্য আরও বেশি সুবিধা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, বর্তমানে যে বন্দেভারত এক্সপ্রেসটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছুটছে, সেটির ক্ষেত্রে হাওড়া থেকে এনজিপি যাওয়ার মাঝে গতি কোথাও ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, কোথাও আবার ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকছে। কিন্তু বাকিটা সময় বন্দে ভারত এক্সপ্রেসের গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকছে। তবে আগামী দিনে হাওড়া-পুরী রুটে যে বন্দেভারত এক্সপ্রেসটি চলবে, সেটির গতি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও কত গতিতে ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেনটি, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। হাওড়া-পুরী রুটের বন্দেভারতের গতি কত থাকবে, তা আগামী দিনে আরও পরিষ্কার হবে।