Train Cancellation: অগ্নিপথের ‘আঁচ’, একাধিক ট্রেন বাতিল হাওড়া থেকে, সময় বদল শিয়ালদহের ট্রেনের, ভোগান্তি যাত্রীদের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 17, 2022 | 10:58 PM

Agnipath: চলতি সপ্তাহে কেন্দ্রের তরফে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করা হয়। প্রতিরক্ষামন্ত্রক এই প্রকল্পের কথা ঘোষণা করে।

Train Cancellation: অগ্নিপথের আঁচ, একাধিক ট্রেন বাতিল হাওড়া থেকে, সময় বদল শিয়ালদহের ট্রেনের, ভোগান্তি যাত্রীদের
একাধিক ট্রেন বাতিল। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: অগ্নিপথ বিতর্কের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল। বিক্ষোভের জেরে পূর্ব-মধ্য রেলওয়ের তরফে শুক্রবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। এই বিক্ষোভের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় রেল। সেই আঁচ এসেছে বাংলাতেও। এরপরই শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলের তরফে জানিয়ে দেওয়া হয় হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া হয় এমন একাধিক ট্রেন বাতিল কিংবা পথ পরিবর্তন করা হচ্ছে।

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে (১৭.৬.২০০ ছাড়ার কথা)

১. ১৩৫০৭ আসানসোল-গোরক্ষপুর এক্সপ্রেস

২. ১৩৪১৫ মালদহ টাউন-পাটনা এক্সপ্রেস

৩. ১৩৪৮৩ মালদহ টাউন-দিল্লি ফরাক্কা এক্সপ্রেস

৪. ১৩০০৫ হাওড়া-অমৃতসর মেল

৫. ১২৩৩৩ হাওড়া-প্রয়াগরাজ রম্বাগ বিভূতি এক্সপ্রেস

৬. ১২৩৫১ হাওড়া-রাজেন্দ্রনগর এক্সপ্রেস

১৮.৬.২২ তারিখ বাতিল করা হয়েছে

১. ১২০১৯ হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস

২. ২২৩৮৭ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

৩. ১২৩০৩ হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস

৪. ১৫২৩৫ হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস

৫.১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস

সময় বদল হয়েছে একাধিক ট্রেনের

১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ১৭.৬.২২ সন্ধ্যা ৬টায় ছাড়ার কথা ছিল। তা ছাড়বে শনিবার ১৮.৬.২০২২ রাত ২টোয়।

০৩১০১ শিয়ালদহ-কামাক্ষ্যা সামার স্পেশাল শুক্রবার ৭.৬.২২ রাত ৯.৪০-এ ছাড়ার কথা ছিল। তা ছাড়বে শনিবার ১৮.৬.২০২২ রাত ১টা ৩০-এ ছাড়বে।

১৩১৬৩ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেসের সময়ও বদলানো হয়। শিয়ালদহ থেকে রাত ৮টা ১০-এ ছাড়ার কথা থাকলেও তা প্রায় দেড় ঘণ্টা পর ছাড়ার সিদ্ধান্ত হয়।

চলতি সপ্তাহে কেন্দ্রের তরফে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করা হয়। প্রতিরক্ষামন্ত্রক এই প্রকল্পের কথা ঘোষণা করে। মেধা ভিত্তিক এই নিয়োগ প্রকল্পের উদ্দেশ্যই হল সেনাকর্মী, বায়ুসেনা কর্মী ও নৌসেনা কর্মী হিসাবে নিয়োগ করা। এই প্রকল্পের তরুণরা ‘অগ্নিবীর’ হিসাবে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগও পাবেন। প্রশিক্ষণপর্ব-সহ চার বছরের মেয়াদে এই প্রকল্প।

অগ্নিপথ প্রকল্প ঘোষণার সময় সশস্ত্র বাহিনীতে যাবতীয় নতুন নিয়োগের ক্ষেত্রে বয়ঃসীমা স্থির হয়েছিল সাড়ে ১৭ থেকে ২১ বছর। অবশ্য, গত দু’ বছরে নিয়োগ প্রক্রিয়া সম্ভব না হওয়ার বিষয়টিকে বিবেচনায় রেখে সরকার ২০২২-এ প্রস্তাবিত নিয়োগের জন্য বয়সে এককালীন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে, ২০২২-এ অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়। অনেকেরই অভিযোগ, এই প্রকল্পে অবসর পরবর্তী সুযোগ সুবিধার কথা উল্লেখ নেই। এ ছাড়া চার বছর পর অবসরপ্রাপ্তদের কী হবে তাই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যা থেকেই বিক্ষোভ প্রদর্শন।

Next Article