AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: সুখবর! শুরু হল বিমানবন্দর থেকে মেট্রোর ট্রায়াল রান, আপনি কবে চড়তে পারবেন?

Metro Kolkata: বস্তুত, কম খরচে মেট্রোয় চড়ে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার মতো সুবিধা আর নেই। বিশেষ করে অফিস যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হল মেট্রো। তারপর বিমানবন্দর থেকে এই মেট্রো পরিষেবা জনসাধারণের যে সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।

Kolkata Metro: সুখবর! শুরু হল বিমানবন্দর থেকে মেট্রোর ট্রায়াল রান, আপনি কবে চড়তে পারবেন?
শুরু ট্রায়াল রান (ফাইল ছবি)Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 14, 2024 | 8:51 PM
Share

কলকাতা: বছর শেষে এল সুখবর। জয় হিন্দ স্টেশন বা বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়ার মাঝে শুরু হবে মেট্রো পরিষেবা। আর সেই পরিষেবার অঙ্গ হিসাবে প্রথম ট্রায়াল রান বা পরীক্ষামূলকভাবে একটি মেট্রোরেট চালানো হলো। ৬.২৫ কিলোমিটার এই পথে পরীক্ষামূলকভাবে চলল পরিষেবা।

কবে থেকে চালু হবে এই মেট্রো?

বস্তুত, কম খরচে মেট্রোয় চড়ে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার মতো সুবিধা আর নেই। বিশেষ করে অফিস যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হল মেট্রো। তারপর বিমানবন্দর থেকে এই মেট্রো পরিষেবা জনসাধারণের যে সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। মেট্রো রেল সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে যাত্রীদের জন্য চালু হতে পারে এই মেট্রো।

প্রসঙ্গত, চলতি বছরের মেট্রোরেল কর্তৃপক্ষ স্টেশন পরিদর্শনের কাজ করেছেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, স্টেশনটি হবে ৫৫০ মিটার দীর্ঘ। ৪১.৬ মিটার চওড়া। চারটি ট্র্যাক থাকবে। স্টেশনটি স্টেশনটি টার্মিলান বিল্ডিং থেকে ১৫০ মিটার দূরে তৈরির পরিকল্পনা করা হয়েছে। টার্মিলান বিল্ডিংএর সঙ্গে ওয়াকওয়ের মাধ্যমে যুক্ত থাকবে বলেও সূত্রের খবর।