Matua Community: মুখ্যমন্ত্রীর কথা অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে গিয়েছিল, দল হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল: তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 04, 2023 | 10:54 PM

Mamata Banerjee: তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আরও লেখা হয়েছে, 'আমরা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লিপ ব্যবহার করে মতুয়াদের ভুল বোঝানোর চেষ্টা করছে।'

Matua Community: মুখ্যমন্ত্রীর কথা অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে গিয়েছিল, দল হরিচাঁদ ঠাকুর-গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল: তৃণমূল
মতুয়াদের উন্নয়নে সর্বদা কাজ করে রাজ্য সরকার, টুইট তৃণমূলের

Follow Us

কলকাতা: বিতর্ক দানা বেঁধেছে বিগত বেশ কিছুদিন ধরে। সূত্রপাত ৩১ জানুয়ারি। মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা। সেই সভা থেকে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারিত হয়েছিল। আর সেটিকে ইতিমধ্যেই ইস্যু করতে শুরু করেছে বিজেপি শিবির। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিয়ো টুইট করে লিখেছিলেন, ‘হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে অপমানিত করা হয়েছে।’ বিক্ষোভ দেখা গিয়েছে মতুয়া সম্প্রদায়ের (Matua Community) একাংশের মধ্যেও। শনিবারও নদিয়ার তেহট্টে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। এমন এক পরিস্থিতিতে এবার টুইট করে তৃণমূলের তরফে জানানো হল, ‘মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভীষণ সম্মান করে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট’।

তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে আরও লেখা হয়েছে, ‘আমরা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। বিরোধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লিপ ব্যবহার করে মতুয়াদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ওই সময় অনিচ্ছাকৃতভাবে তাঁর (মুখ্যমন্ত্রীর) কথা জড়িয়ে গিয়েছিল। আমরা মানুষকে অনুরোধ করছি এমন কোনও প্ররোচনায় পা দেওয়ার জন্য। আপনারা মনে রাখবেন রাজ্য সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণের জন্য প্রচুর কাজ করেছে।’

প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নিজের বক্তব্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্য নিয়ে বিজেপির ইস্যু করা প্রসঙ্গে ২ তারিখ বোলপুরের এক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘তাড়াহুড়োর মধ্যে বলতে গিয়ে, একটি নাম না বলে অন্য একটি নাম বলে ফেলেছিলাম। তাই নিয়ে বাবুদের কত নাচানাচি, হাসাহাসি।’  উল্লেখ্য, মালদার প্রসাশনিক সভায় বক্তব্য রাখাকালীন মুখ্যমন্ত্রী মতুয়া ধর্মগুরুদের নাম উচ্চারণের পর জিজ্ঞাসাও করেছিলেন, যে তিনি নামের উচ্চারণ সঠিকভাবে বলেছেন কি না।

এবার তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হল, দল  হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। মানুষ যেন কোনও প্ররোচনায় পা না দেয়।

Next Article