Trinamool councilor: আরজি কর আবহে স্বাস্থ্য বর্জ্য নিয়ে উত্তাল কলকাতা পুুরসভা, সরব তৃণমূল কাউন্সিলর

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Sep 25, 2024 | 8:13 PM

Trinamool councilor: পুরসভা সম্প্রতি মেয়র পরিষদ বৈঠকে একটি প্রস্তাব পাশ করেছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে, এই চিকিৎসা বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য একটি কনসাল্টিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সে ব্যাপারে টেন্ডারও হয়ে গিয়েছে।

Trinamool councilor: আরজি কর আবহে স্বাস্থ্য বর্জ্য নিয়ে উত্তাল কলকাতা পুুরসভা, সরব তৃণমূল কাউন্সিলর
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: এবার স্বাস্থ্য বর্জ্য বিষয় নিয়ে পুর অধিবেশনে সরব তৃণমূল কাউন্সিলর। আরজি কর হাসপাতালে স্বাস্থ্য বর্জ্য দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। তারই মধ্যে এবার কলকাতা পুরসভায় স্বাস্থ্য বর্জ্য বিষয়টি উঠে এল। কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে স্বাস্থ্য বর্জ্য নিয়ে পুরসভার অধিবেশনে প্রশ্ন তোলেন। কত স্বাস্থ্য বর্জ্য কলকাতা পুরসভা সংগ্রহ করে, সংগৃহীত চিকিৎসা বর্জের অর্থ মূল্যই বা কত, সেগুলি পুনর্ব্যবহারযোগ্য কোনো প্ল্যান্ট রয়েছে কিনা, এই ধরনের একাধিক প্রশ্ন উত্থাপিত হয় পুরসভার অধিবেশনে।  

উত্তর দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, গোটা শহরে ১৯৩ কেজি চিকিৎসা বর্জ্য কলকাতা পুরসভার সংগ্রহ করে থাকে। কিন্তু, সেগুলির জন্য কলকাতা পুরসভা কারও কাছ থেকে কোনও মূল্য নেয় না। প্রসঙ্গত, কলকাতা পুরসভা বিভিন্ন এজেন্সি নিয়োগ করে এই চিকিৎসা বর্জ্য সংগ্রহ করে থাকে। এই এজেন্সিগুলিকে টাকা দিয়ে থাকে রাজ্যে স্বাস্থ্য দফতর। কলকাতা পুরসভা স্বাস্থ্য দফতরের কাছ থেকে টাকা পায়। 

পুরসভা সম্প্রতি মেয়র পরিষদ বৈঠকে একটি প্রস্তাব পাশ করেছে। যেখানে সিদ্ধান্ত হয়েছে, এই চিকিৎসা বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য একটি কনসাল্টিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সে ব্যাপারে টেন্ডারও হয়ে গিয়েছে। শীঘ্রই নতুন প্ল্যান্ট তৈরি হবে। মূলত চিকিৎসা বর্জ্য নিয়ে নতুন করে কলকাতা পুরসভায় যাতে কোনওরকম দুর্নীতি বাসা না বাঁধতে পারে, সে কারণে চিকিৎসা বর্জ্য নিয়ে রীতিমতো তৎপর প্রশাসন। তারই প্রতিফলন দেখা যাচ্ছে সামগ্রিকভাবে।  

Next Article