কলকাতা: কলকাতা পুলিশের তরফে আয়োজন করা হয়েছে হাফ ম্যারাথনের। রবিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ময়দানে নেমে পড়েছেন লোকজন। এই ম্যারাথনে দৌড়ানোর জন্য রয়েছে তিনটি ক্যাটাগরি। ২১ কিলোমিটার, ১০কিলোমিটার, ৫ কিলোমিটার। যে যার ইচ্ছা মতো যে কোনও বিভাগে নাম দিতে পারে। সকাল হতেই দেখা যায় ম্যারাথনে নাম লিখিয়ে ফেলেছেন প্রচুর প্রতিযোগী। এরইমধ্যে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রাজনীতির কচকচানি ছেড়ে একেবারে ফুরফুরে মেজাজে। রেড রোডে যোগ দিলেন ম্যারাথনে। তিনি যে এখন ভালই ফিট, তা যেন রবিবাসরীয় সকালে দৌড় দিয়েই আরও একবার প্রমাণ করে দিলেন। নাম লিখিয়ে ফেললেন ১০ কিলোমিটার ক্যাটাগরিতে।
এদিনের অনুষ্ঠানের শুরুতে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এছাড়াও ছিলেন টলিপাড়ার কলাকুশলীরা। ছিলেন আবির চট্টোপাধ্যায়, ইশা সাহারা। এদিকে ম্যারাথনের জন্য শনিবার রাত থেকেই রেড রোড ছেয়ে গিয়েছে পুলিশে। শনিবার রাত ১০ টা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোডে। এই অবস্থা জারি থাকবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত।
একইসঙ্গে আরও একাধিক রাস্তারও যান নিয়ন্ত্রণও করা হচ্ছে। রবিবার ভোর চারটে থেকে কোনও পণ্যবাহী গাড়িকে চলাচল করতে দেওয়া হচ্ছে না আর আপ এভিনিউ, এ জে সি বোস রোডের হেস্টিংস মোড় থেকে মল্লিকবাজারগামী লেন, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র্যাম্প, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও মেয়ো রোডে। এদিকে এদিনই আবার ভিক্টোরিয়া হাউজের সামনে প্রতিষ্ঠা দিবসের সভা করতে চেয়েছিল আইএসএফ। সেই অনুমতি দেয়নি পুলিশ। আদালতে জল গড়ালেও নওশাদদের ইচ্ছাপূরণ হয়নি। মেলেনি ওই জায়গায় সভার অনুমতি। এরপরই তৃণমূল সরকারকে এক হাত নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন, “শাসক ঠিক করেছে আমাদের সভা করতে দেবে না। তাই ম্যারাথন, ভিনটেজ কার র্যালির কথা বলেছে। আমরা আদালতের সিদ্ধান্তকে মান্যতা দেব।”