Kunal Attacks Sujan : ‘প্রাক্তন কমরেডই বলছেন সুপারিশ করেছিলেন’, সমীর পুততুণ্ডকে হাতিয়ার করে সুজনকে নিশানা কুণালের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 27, 2023 | 6:56 PM

Kunal Attacks Sujan : প্রাক্তন সিপিএম নেতা তথা বর্তমান পিডিএস নেতা সমীর পুততুণ্ড (Samir Putatunda) সম্প্রতি সংবাদমাধ্যমে বলেন, সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি দেবীর চাকরির সুপারিশ করেছিলেন তিনি নিজেই।

Kunal Attacks Sujan : ‘প্রাক্তন কমরেডই বলছেন সুপারিশ করেছিলেন’, সমীর পুততুণ্ডকে হাতিয়ার করে সুজনকে নিশানা কুণালের
ফের আক্রমণ কুণালের

Follow Us

কলকাতা : নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বাম আমলে। বিগত কয়েকদিন ধরেই এই অভিযোগেই সরব হয়েছেন তাবড় তাবড় তৃণমূল নেতারা। নাম জড়িয়েছে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর। তৃণমূলের দাবি, চাকরির পরীক্ষা পাশ করে নয়, সুপারিশেই চাকরি হয়েছিল তাঁর। এ খবরে একদিন আগেই নতুন মাত্র যোগ করেছেন প্রাক্তন সিপিএম নেতা তথা বর্তমান পিডিএস নেতা সমীর পুততুণ্ড (Samir Putatunda)। সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি বলেন, মিলি দেবীর চাকরির সুপারিশ করেছিলেন তিনি নিজেই। যা নিয়ে শোরগোল বঙ্গ রাজনীতির অন্দরে। এবার এদিন একপ্রকার তাঁর হয়ে ব্যাট ধরতে দেখা গেল কুণাল ঘোষকে। সমীর পুততুণ্ডকে হাতিয়ার করেই সিপিএমের বিরুদ্ধে খেলতে শুরু করলেন ঝোড়ো ইনিংস। 

সুজনকে নিশানা করে বললেন, “আপনাদের ঘরের কথা আপনার প্রাক্তন সহযোদ্ধা যখন আন্তরিকতার সঙ্গে বলছেন তখন এর জবাব আপনাকে দিতে হবে।” সোমবারের সাংবাদিক বৈঠকে শুরু থেকেই আলিমুদ্দিনের উপর চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “সমীর পুততুণ্ড  তো বলছেন সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়মমাফিক হয়নি। পার্টি ঠিক করেছিল তাই চাকরি হয়েছিল। তিনি তো বলছেন পার্টি ভেবেছিল দলের একজন হোলটাইমার কমরেডের সংসারে স্বাচ্ছন্দ্য আনতে ওই চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। আমাদের কথা ছেড়ে দিন। আমাদের না হয় রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দেখতেই পারেন। কিন্তু আপনাদের ঘরের কথা আপনার প্রাক্তন সহযোদ্ধা যখন আন্তরিকতার সঙ্গে বলছেন তখন এর জবাব আপনাকে দিতে হবে। মনে রাখতে হবে সমীর বাবুর স্ত্রী অনুরাধা পুতুতুন্ডুকেও চাকরির অফার দেওয়া হয়েছিল পার্টির তরফে। তিনি সেটা নেননি।”  

এখানেই না থেমে কুণাল আরও বলেন, “সমীরবাবু তো শুধু তো ওই পরিবারের নয়, চারপাশের আরও অনেক এ ধরনের চাকরির কথা বলছেন। সুজন চক্রবর্তীকে বলব, আপনারা যখন কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন, এদিকে আপনাদের নামে অভিযোগ সামনে আসছেন। তাই শ্বেতপত্র প্রকাশ করুন। হোলটাইমারদের কারণে কারা চাকরি পেয়েছে তাঁদের তালিকা সামনে আনুন।” সুজনের পাশাপাশি দাপুটে বাম নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে চাকরিতে স্বজনপোষণের অভিযোগ উঠেছে এদিন তা নিয়েও সরব হয়েছেন কুণাল। অন্যদিকে এদিন ফের সুজন চক্রবর্তীর করা আরও এক চাকরির সুপারিশ চিরকুট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সুজন চক্রবর্তী তাঁর সাংসদ প্যাডে প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর কাছে প্রবীর মণ্ডল নামে এক ব্যক্তির চাকরির সুপারিশ করছেন। যা নিয়েও চলছে চাপানউতর।

Next Article