কলকাতা: সন্ধ্যা বাড়তেই বাড়ছিল জল্পনা। সায়নীকে ঠিক কী প্রশ্ন করা হচ্ছে, তার কী উত্তর দিচ্ছেন তিনি, তা নিয়ে তৈরি হয় বিস্তর চাপানউতর। অবশেষে ইডির ম্যারাথন জেরা সামলে রাত পৌনে এগারোটা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও থেকে বেরিয়ে গেলেন তিনি।
প্রসঙ্গত, এদিন সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে যাওয়ার পরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। করা হয় বয়ান রেকর্ড। PMLA অ্যাক্ট অনুযায়ী ইডি আধিকারিকদের প্রশ্নের লিখে উত্তর দেন সায়নী। বেশ কয়েক দফায় চলে জেরা। এদিকে হাজির নোটিসের সময়েই সায়নীকে তাঁর যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য়, সম্পত্তির খতিয়ান, আয়কর রিটার্নের যাবতীয় তথ্য় আনতে বলা হয়েছিল। সূত্রের খবর, এদিন তার মধ্যে বেশ কিছু নথি নিয়েই সিজিওতে এসেছিলেন সায়নী। ৩০ জুন শুক্রবার সকাল সাড়ে এগারোটার মধ্যে সায়নীকে সিজিওতে তলব করেছিল ইডি। যদিও নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে সকাল ১১টা বেজে ২১ মিনিটে সিজিওতে ঢুকে যান সায়নী।
এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গারদের পিছনে ঠাঁই হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের। আগেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো দাপুটে তৃণমূল নেতারা। যদিও তাঁদের ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। এদিকে ইডি হাজারির নোটিস পেতেই দুদিন ধরে কার্যত ‘খোঁজ’ মিলছিল না সায়নীর। তিনি সিজিওতে যাবেন কি যাবেন না তা নিয়েও তৈরি হয়েছিল তীব্র জল্পনা।
কলকাতা: সন্ধ্যা বাড়তেই বাড়ছিল জল্পনা। সায়নীকে ঠিক কী প্রশ্ন করা হচ্ছে, তার কী উত্তর দিচ্ছেন তিনি, তা নিয়ে তৈরি হয় বিস্তর চাপানউতর। অবশেষে ইডির ম্যারাথন জেরা সামলে রাত পৌনে এগারোটা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর সিজিও থেকে বেরিয়ে গেলেন তিনি।
প্রসঙ্গত, এদিন সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে যাওয়ার পরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। করা হয় বয়ান রেকর্ড। PMLA অ্যাক্ট অনুযায়ী ইডি আধিকারিকদের প্রশ্নের লিখে উত্তর দেন সায়নী। বেশ কয়েক দফায় চলে জেরা। এদিকে হাজির নোটিসের সময়েই সায়নীকে তাঁর যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য়, সম্পত্তির খতিয়ান, আয়কর রিটার্নের যাবতীয় তথ্য় আনতে বলা হয়েছিল। সূত্রের খবর, এদিন তার মধ্যে বেশ কিছু নথি নিয়েই সিজিওতে এসেছিলেন সায়নী। ৩০ জুন শুক্রবার সকাল সাড়ে এগারোটার মধ্যে সায়নীকে সিজিওতে তলব করেছিল ইডি। যদিও নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে সকাল ১১টা বেজে ২১ মিনিটে সিজিওতে ঢুকে যান সায়নী।
এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গারদের পিছনে ঠাঁই হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের। আগেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো দাপুটে তৃণমূল নেতারা। যদিও তাঁদের ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। এদিকে ইডি হাজারির নোটিস পেতেই দুদিন ধরে কার্যত ‘খোঁজ’ মিলছিল না সায়নীর। তিনি সিজিওতে যাবেন কি যাবেন না তা নিয়েও তৈরি হয়েছিল তীব্র জল্পনা।