Trinamool Congress: বছরের শুরুতেই তৃণমূলে ক্যালেন্ডার বিতর্ক! ছবির মাপে গোলমালে দলে গোলমাল?

Pradipto Kanti Ghosh | Edited By: জয়দীপ দাস

Jan 25, 2025 | 2:52 PM

Trinamool Congress: নতুন বছরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে একটি ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের। যাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। তা নিয়েই চাপানউতোর।

Trinamool Congress: বছরের শুরুতেই তৃণমূলে ক্যালেন্ডার বিতর্ক! ছবির মাপে গোলমালে দলে গোলমাল?
ঘাসফুল শিবিরের অন্দরে চাপানউতোর
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে চাপানউতোরের চলছেই। এবার বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার বিতর্ক। ছবির মাপ নিয়ে গোলমালের জেরে শাসকদলে ঝামেলা? যা নিয়েই শুরু হয়েছে তুমুল জল্পনা। নতুন বছরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে একটি ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের। যাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। যাতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছবি রয়েছে। কিন্তু, দেখা যায় অভিষেকের ছবিটি মাপে মমতার থেকে বড় (ছবিতে ক্যালেন্ডার ১)। 

সূত্রের খবর, রাজ্য নেতৃত্ব এই ক্যালেন্ডার ব্যবহার করতে নিষেধ করে। রাজ্য নেতৃত্বের বার্তা শুনতে পায় ক্যামাক স্ট্রিটের অফিসের দেওয়ালও। তারপরই ক্যালেন্ডারের নকশাই বদলে ফেলা হয়। তৈরি হয় নতুন ডিজাইন। নতুন ক্যালেন্ডারে দেখা যায় মমতার ছবি অভিষেকের ছবি থেকে বড় (ছবিতে ক্যালেন্ডার ২)। সেই ক্যালেন্ডার ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে বলে খবর। 

এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ যদিও শুরুতে বিশেষ কিছু বলতে চাননি। শুরুতে বলেন, “আমার জানা নেই। আমি কোনও মন্তব্য করব না।” যদিও তারপরেই বলেন, “আমি শুধু এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস পরিবারের তরফে কোনও ক্যালেন্ডার থাকলে নিশ্চিতভাবেই সেখানে দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি সবথেকে বেশি গুরুত্ব পাবে, সবথেকে বেশি সম্মান পাবে, সেই ডিজাইন হবে, সেটাই তো স্বাভাবিক বিষয়।”  

Next Article