TV9 Bangla Journalist Beaten: আক্রান্ত TV9 বাংলা! দল-মত নির্বিশেষে নিন্দা শাসক-বিরোধী সব পক্ষের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 27, 2023 | 8:09 PM

Journalist Beaten: ফিরহাদ হাকিম বলছেন, 'এটা আমি কখনও সমর্থন করি না। কোনও হিংসাকে সমর্থন করি না। যে করেছে, অন্যায় করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।'

TV9 Bangla Journalist Beaten: আক্রান্ত TV9 বাংলা! দল-মত নির্বিশেষে নিন্দা শাসক-বিরোধী সব পক্ষের
আক্রান্ত টিভি নাইন বাংলার প্রতিনিধি

Follow Us

কলকাতা: ফের আক্রান্ত টিভি নাইন বাংলা। সাংবাদিক ও ক্যামেরা পার্সনকে রাস্তায় ফেলে মুখে, হাতে, পেটে মারধর করা হয়। তাঁদের আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে ফেসবুক লাইভে এসে বলতে বাধ্য করা হয়, যে খবর প্রকাশিত হয়েছে তা ভুল। তাঁদের কাছে যে ফুটেজ ছিল, তা ডিলিট করতে বাধ্য করা হয়। ভাঙচুর করা হয় ক্যামেরাও। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বলছেন, ‘এটা আমি কখনও সমর্থন করি না। কোনও হিংসাকে সমর্থন করি না। যে করেছে, অন্যায় করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

বিশিষ্ট সাংবাদিক তথা বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তও এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। বলছেন, ‘সাংবাদিকদের অনেক ভাল দৃশ্যও দেখাতে হয়, অনেক খারাপ দৃশ্যও দেখাতে হয়। এটাই তাঁদের কাজ। এর জন্য যদি সাংবাদিকদের উপর হামলা করা হয়, তা কখনও কাম্য নয়। আজ নলহাটিতে যা হয়েছে, তা প্রথম নয়। অনেকবারই হয়েছে এরকম। রাজ্যে অসহিষ্ণুতার যে পরিবেশ তৈরি হয়েছে, এটি তারই বহিঃপ্রকাশ।’ স্বপন দাশগুপ্ত এই হামলার তীব্র নিন্দা করে জানিয়েছেন, পুলিশ যেন দ্রুত পদক্ষেপ করে এই বিষয়ে।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেত্রী তথা মোদী ক্যাবিনেটের প্রাক্তন সদস্য দেবশ্রী চৌধুরী। বললেন, ‘দু’একটি চ্যানেল রয়েছে যারা সাহস করে অন্যায়গুলিকে তুলে আনছে, তাদের মধ্যে অন্যতম টিভি নাইন বাংলা। যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তির খবর করতে বীরভূমে ঢুকেছে, তাঁর উপরে আক্রমণ হয়েছে। একজন সাংবাদিকের উপর আক্রমণ করে, একজন সাংবাদিকের খবরকে আটকে দিয়ে দুর্নীতি থেকে মুক্তি পাওয়া যাবে? এখন তো বড় লেভেলে চলে গিয়েছে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গিয়েছে।’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন এই হামলার। তিনি বললেন, ‘সাংবাদিকদের উপর আক্রমণ মানে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ হওয়া। যাতে সত্য কথা প্রকাশ না পায়, সেই কারণেই সাংবাদিকদের উপর আক্রমণ হয়। সত্য যাতে প্রকাশ না পায়, তার জন্য তৃণমূল বা বর্তমান সরকার সবরকম জঘন্য, ঘৃণ্য পন্থা অবলম্বন করতে প্রস্তুত।’

Next Article