TV9 Bangla Nakshatra Samman: টিভি নাইন বাংলার নক্ষত্র সম্মানে চাঁদের হাট, সম্মানিত হবেন বিশিষ্টজনরা

Nakshatra Samman: টিভি নাইন বাংলার নক্ষত্র সম্মানে চাঁদের হাট। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নক্ষত্র সম্মানে সম্মানিত করছে টিভি নাইন বাংলা। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট' সম্মানেও সম্মানিত করা হবে আজ সন্ধেয়।

TV9 Bangla Nakshatra Samman: টিভি নাইন বাংলার নক্ষত্র সম্মানে চাঁদের হাট, সম্মানিত হবেন বিশিষ্টজনরা
টিভি নাইন বাংলার নক্ষত্র সম্মান, ২০২৩Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 9:40 AM

কলকাতা: শহরে আজ চাঁদের হাট। বুধবার সন্ধেয় কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত হচ্ছে টিভি নাইন বাংলার নক্ষত্র সম্মান। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নক্ষত্র সম্মানে সম্মানিত করছে টিভি নাইন বাংলা। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ সম্মানেও সম্মানিত করা হবে আজ সন্ধেয়। সাহিত্য, সিনেমা, ক্রীড়া, বিজ্ঞান, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আজ সম্মানিত করা হবে বিশিষ্টজনদের। টিভি নাইন বাংলা নক্ষত্র সম্মান, ২০২৩ অনুষ্ঠানকে আরও আলোকিত করে তুলেছেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাস।

টিভি নাইন নেটওয়ার্কের ‘নব নক্ষত্র সম্মান’ দেশের অন্যতম আকর্ষণীয় এক সম্মাননা অনুষ্ঠান। সাহিত্যচর্চা থেকে শুরু করে সিনেজগৎ, কিংবা শিল্প-সংস্কৃতিতে বাংলা তথা বাঙালির অবদানও অনস্বীকার্য। এবার বাংলার বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের নক্ষত্র সম্মানে সম্মানিত করছে টিভি নাইন বাংলা। টিভি নাইন বাংলার এই উদ্যোগকে আরও আলো ঝলমলে করে তুলেছেন টিভি নাইন নেটওয়ার্কের এমডি বরুণ দাস। কলকাতার এক পাঁচতারা হোটেলে তারার মেলায় টিভি নাইন বাংলা নক্ষত্র সম্মান, ২০২৩ অনুষ্ঠানকে নতুন সোপানে পৌঁছে দিতে সামিল হয়েছেন তিনিও।

বাংলা সংবাদ দুনিয়ার অন্যতম স্তম্ভ টিভি নাইন বাংলার এই অনন্য আয়োজনে উপস্থিত রয়েছেন বহু স্বনামধন্য ব্যক্তিত্ব। কবি, শিল্পী, সাহিত্যিক কে নেই! টিভি নাইন বাংলার নক্ষত্র সম্মান অনুষ্ঠানে আজ উপস্থিত রয়েছেন জয় গোস্বামী, পণ্ডিত অজয় চক্রবর্তী, ব্রততী বন্দ্যোপাধ্যায়, শুভাপ্রসন্ন, চিকিৎসক কুণাল সরকার, যোগেন চৌধুরী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বহু স্বনামধন্য ব্যক্তিত্ব।