কলকাতা: বারুই পরিবারে জোড়া আনন্দ। মেধাতালিকায় নাম যমজ ভাইয়ের। দুই পুত্র যেন দুই রত্ন! পড়াশোনা নিয়ে বাবা-মা কে চিন্তা করতে হয়নি কখনও। শান্ত স্বভাবের অনীশ ও অনীক নিজেদের আগ্রহেই পড়াশোনা করে থাকে। তবে এভাবে জোড়া সাফল্য আসবে, তা বোধহয় ভাবেনি পরিবার। দাদা অনীশ বারুই-এর প্রাপ্ত নম্বর ৬৮৯, মেধাতালিকায় স্থান চতুর্থ। আর মাত্র ২ নম্বর কম পেয়ে ষষ্ঠ হয়েছেন ভাই অনীক। তবে সামনে এখনও অনেকটা পথ। চিকিৎসক হওয়াই লক্ষ্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্রের।
অনীশ ও অনীক জানায়, তাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরে কোনওদিনই খুব বেশি ফারাক থাকত না। একসঙ্গে মেধাতালিকায় জায়গা করে নিয়ে খুশি দুজনেই। আবাসিক স্কুলে পড়াশোনা করার কারণে হস্টেলেই কাটে তাদের ছাত্রজীবন। প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে পড়াশোনা কোনওদিনই তারা করেনি বলে জানিয়েছে দুই ছাত্র। সকালে ২ ঘণ্টা আর সন্ধ্যায় ২ ঘণ্টার ‘স্টাডি’, রাতে খাওয়ার পর ঘণ্টা দেড়েকের পড়াশোনা। আর বিকেলে খেলাধূলা। এই নিয়মেই চলেছে তারা।
ছুটি বাদে পরিবারের সঙ্গে দেখা হত মাসে ২ দিন। অনীক-অনীশের বাবা জানান, সন্তানদের মানুষ হওয়ার পাঠই তিনি দিয়েছেন বরাবর। শিখিয়েছেন, পরীক্ষায় কম নম্বর পাওয়াটাও জীবনের অঙ্গ। আর রামকৃষ্ণ মিশনের আদর্শে দীক্ষিত হবে ওরা, এটাই চেয়েছিলেন বাবা। মেধাতালিকায় দুই সন্তানের নাম দেখার পর তাদের বাবা বলেন, মহারাজদের কাছ থেকে শুনেই বুঝেছিলাম ছেলেরা ভাল ফল করবে, তবে এতটা ভাল ফল হবে ভাবতে পারিনি। তিনি জানান, তাঁর দুই ছেলেই চায় ডাক্তার হতে। তবে তিনি বিশ্বাস করেন স্টেথো নিলেই কেউ ডাক্তার হয় না। ছেলেরা চিকিৎসক হলে, একটি দাতব্য চিকিৎসালয় খোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।