দুই কর্মীকে ‘কারণ ছাড়াই রিলিজ লেটার’, রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব হাইকোর্টের

Jan 25, 2021 | 1:42 PM

রাজভবনের দুই কর্মীকে 'রিলিজ' করা হলেও কেন তা করা হল তা নিয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ ওঠে।

দুই কর্মীকে কারণ ছাড়াই রিলিজ লেটার, রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব হাইকোর্টের
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী মঙ্গলবার সশরীরে আদালতে হাজির হতে হবে তাঁকে। অভিযোগ, গত সেপ্টেম্বরে রাজভবনের দুই কর্মীকে কোনও কারণ না দেখিয়েই ‘রিলিজ লেটার’ ধরানো হয় রাজভবনের তরফে।

পার্থপ্রতিম ঘোষ ও মৌ মিত্র সরকার নামে দুই রাজভবনের কর্মীকে ‘রিলিজ’ করা হলেও কেন তা করা হল তা নিয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ তোলেন তাঁরা। এরইমধ্যে রাজ্য সরকারের কাছে ওই দু’জন চাকরির জন্য গেলে, রাজ্য জানায় এ বিষয়ে তাদের কাছে কোনও খবর নেই।

আরও পড়ুন: ‘ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করুন’, মমতাকে টুইট ধনখড়ের

অভিযোগ, রাজভবনে চারবার আবেদন করা হলেও তাঁরা কোনও সদুত্তর পাননি। এমনকী গত চার মাস ধরে তাঁরা বেতনও পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন। এরপরই আদালতের দ্বারস্থ হন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, আগামী ২ ফেব্রুয়ারি রাজভবনের অতিরিক্ত মুখ্য সচিবকে আদালতে হাজির হতে হবে।

Next Article