কলকাতা: এক সময় বাম নেতা তথা প্রাক্তন কৃষি মন্ত্রী কমল গুহর হাত ধরে উত্তরবঙ্গে প্রসারিত হয়েছিল বাম রাজনীতি। এখন যদিও পরিস্থিতি বদলেছে। এবারের নির্বাচনে প্রচারে ঝড় তুললেও আসন সেই শূন্য। কেন এই অবস্থা বামপন্থীদের? বারবার ঠিক কোন জায়গায় ‘ভুল’ করছে তারা? কমল পুত্র তথার রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তর দিলেন এই সব প্রশ্নেরই। বস্তুত, এক সময় তিনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন। পরবর্তীতে দলবদল করে যোগ দেন তৃণমূলে।
এ দিন বামপন্থীদের কটাক্ষ করতে গিয়ে কার্যত ফেরিওয়ালার সঙ্গে তুলনা করেন মন্ত্রী। বলেন, “আমরা যখন ছোট ছিলাম কোর্টে কেউ কেউ তখন ওষুধ বিক্রি করত। এরা ডুগডুগি বাজিয়ে লোক জড়ো করে। তারপর বলে ওষুধ কী কাজ করবে। বামেদের অবস্থাও ওদের মতো। ওদের কথায় লোক জড়ো হয়। ওষুধ কেউ কেনে না।” কিন্তু কেন এই অবস্থা? রাজ্যের মন্ত্রী মনে করেন, ওরাও ঘুরে দাঁড়াতে পারত। বিজেপি এই জায়গাটা পেত না। কিন্তু ২০১৯ সালে ওরা যদি ‘আগে রাম পরে বাম’ স্লোগানটা না দিত তাহলে হয়ত ঘুরতে পারত।”
এখানেই শেষ নয়, জোট করে নির্বাচনে লড়াও যে কাল হয়েছে সে কথা বলতে ভুললেন না তিনি বললেন,”কংগ্রেসের সঙ্গে হাত মেলানোটা শেষ করে দিল। ছোট বেলা থেকে শিখে এসেছি কংগ্রেস সাধারণের শত্রু। তুমি এখন একঘরে একখাটে শুচ্ছ। সেটা মানুষকে তো বোঝাতে হবে।”