কলকাতা : বুধবার কলকাতা হাইকোর্টে প্রাইমারি মামলা শুনানি ছিল। বুধবারের শুনানিতে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন, “আপনি খুব শ্রদ্ধেয়। রঞ্জন গ্রেফতার হয়নি। কেন পুলিশকে জানালেন না? আপনি নিজেও মন্ত্রী ছিলেন। কেন রঞ্জন গ্রেফতার হল না?” বিচারপতির প্রশ্নের জবাবে উপেন বাবু স্পষ্ট করে দেন তিনি সিবিআইয়ের লোকবল নিয়ে খুব একটা খুশি ছিলেন না। তিনি বিচারপতিকে বলেন, “আমি সিবিআই-এর ম্যান পাওয়ার নিয়ে খুশি হইনি। সিবিআই-এর ডিরেক্টরের উচিত, আরও লোক নিয়োগ করা। না হলে পুনারাবৃত্তি হবে। যারা বোঝেন, সেই মানুষদের থাকতে হবে। কিংপিন কি… সাধারণ অভিযুক্তদেরও গ্রেফতার করা সম্ভব হবে না।”
উপেন বাবু আদালতে আরও জানান, “স্পেশাল অফিসারদের নিয়োগ করতে হবে। যাদের তালিকা আপনাকে দিতে হবে। তাদের বদলি চলবে না। মনিটরিং হতে হবে। যদি কোর্ট মনিটরিং চলে, প্রধানমন্ত্রীও প্রভাবিত করতে পারবেন না। সেই সঙ্গে এই সিট টিম অন্য কিছু তদন্ত করবে না। আমি হেল্পলেস ছিলাম। আমার হাতে কিছু ছিল না। কিছু করতে পারিনি। রঞ্জন একটা ফোক টেল ছিল। এক কোটি মানুষ দেখেছেন। আজ শপথ নিয়ে বলছি, রঞ্জন আসলে চন্দন মণ্ডল ছিল। আমি এতটা হেল্পলেস ছিলাম, কিছু করতে পারিনি।”
সিবিআইয়ের প্রাক্তন কর্তা আরও বলেন, “আমি বুদ্ধের অনুগামী। আমায় এই কাজে যুক্ত করায় আমি খুশি। রঞ্জন মাত্র একটা ডট ( বিন্দু)। মধ্য মাকড়সা সে। সব জানত। তাকে না ধরতে পারলে তদন্ত এগোবে না। দুর্নীতির শিকড় সামনে আনা উচিৎ। সিবিআই যে কোনও সময় আমায় ডাকতে পারে। আমি ফ্রি। শুধু তদন্ত প্রক্রিয়া অবাধ এবং স্বচ্ছ হোক।”
তাঁর মন্তব্য, এটা অর্গানাইজ় ক্রাইম। একজনের দিয়ে সম্ভব নয়। উচ্চ আধিকারিকরা যুক্ত না থাকলে সম্ভব নয়। সিরিজ অফ পিপলের একটা ডট রঞ্জন। আদালতে একটি ব্যক্তিগত নোটও জমা দেন উপেন বাবু।