কলকাতা: ভ্যাকসিন নাও সুস্থ থাকো, সুস্থ রাখো। এমন বার্তাই দিচ্ছে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উদয়ের পথে’ (Udayer Pathe)। এই স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছরই যুক্ত থাকে নানান প্রকল্প নিয়ে। করোনার প্রতিষেধক (Corona Vaccine) প্রাপ্তি ভারত তথা সমগ্র বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য অভিনব পদক্ষেপ নিয়েছে ‘উদয়ের পথে’।
দেশের সকল মানুষের কাছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে উদয়ের পথে হোডিং দিয়ে বার্তা দিয়েছে। মানুষকে সুস্থ থাকার ও সুস্থ রাখার বার্তা দিয়ে এই সংস্থার কর্তা সঞ্জয় ঘোষ বলেন, “আজকের দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিজ্ঞানের জয় হল।”
করোনা নিয়ে মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব দেখা যায়। প্রত্যেকেরই ভ্যাকসিন নেওয়া উচিত এবং ভ্যাকসিনের গুরুত্ব বোঝা উচিত। ডাক্তারদের অবদানের কথা অবশ্যই আলাদা করে বলতেই হয়। কিন্তু, বিজ্ঞানীদের অবদান অনষ্বীকার্য। বিজ্ঞানীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দিনটা আনতে পেরেছেন। সারা দেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাক ভ্যাকসিন। দেশ করোনামুক্ত হোক, বাংলা করোনামুক্ত হোক এটাই কামনা করে উদয়ের পথে সংস্থা।
প্রসঙ্গত, এই সংস্থা লকডাউনের সময় গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছিল। মাস্ক, স্যানিটাইজার বিতরণও করেছিল এই সংস্থা।