Na Bollei Noy: সংসদে এবার ‘শব্দবিধি’, অন্যদিকে সরকারের দায়িত্ব মনে করিয়ে দিচ্ছে আদালত! দেখুন না বললেই নয়

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 20, 2022 | 2:40 PM

TV9 Bangla Exclusive: ভাঙন বাড়তে বাড়তে বিপদ এক্কেবারে দোরগোড়ায়। ফুট দু’য়েকের মধ্যে গঙ্গা! যে কোনও দিন হুগলির জিরাটের স্কুলটা আস্ত গিলে খাবে রাক্ষুসে নদী।

Na Bollei Noy: সংসদে এবার শব্দবিধি, অন্যদিকে সরকারের দায়িত্ব মনে করিয়ে দিচ্ছে আদালত! দেখুন না বললেই নয়
'না বললেই নয়' দেখুন TV9 বাংলায়

Follow Us

সংসদে শব্দে-সংযম, ধর্না-বিক্ষোভেও লাগাম। রাজনীতির শাসণতন্ত্রে এ কি কন্ঠরোধ নয়? কেন্দ্রের বিরুদ্ধে প্রতিদিনই সুর চড়াচ্ছে বিরোধীরা। এবার কি সেই বিরোধীদের মনের কথাই বললেন দেশের প্রধান বিচারপতি? চিফ জাস্টিস এন ভি রমনার মন্তব্য, দেশে বিরোধী পরিসর ছোট হচ্ছে। এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। তার মানে কি আমাদের দেশের সরকার, এতটাই অসহিষ্ণু হয়ে পড়ছে, যে সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারছে না! সাম্প্রতিক সময়ে দেশ হোক বা রাজ্য, শাসকের সামনে আয়না ধরার কাজটা বিচারপতিরাই করছেন।

ভাঙন বাড়তে বাড়তে বিপদ এক্কেবারে দোরগোড়ায়। ফুট দু’য়েকের মধ্যে গঙ্গা! যে কোনও দিন হুগলির জিরাটের স্কুলটা আস্ত গিলে খাবে রাক্ষুসে নদী। এবার? এই খবর দেখে বিস্মিত বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সেই বিচারপতি, যিনি মাটি খুঁড়ে এসএসসি-দুর্নীতি প্রকাশ্যে এনেছেন। মুখে মুখে যিনি এখন জনগণের বিচারপতি। জিরাটের ভয়ঙ্কর ছবি দেখে মুহূর্ত নষ্ট করেননি। রেজিষ্ট্রার জেনারেলকে স্বতঃপ্রণোদিত মামলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আদালত। যে কাজ সরকারের করা উচিত তা করার জন্য আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আবার দেশের প্রসঙ্গে দেখুন, সরকারেরও যে একটা সীমারেখা মানা উচিত, তা মনে করিয়ে দিতে হচ্ছে দেশের প্রধান বিচারপতিকে। গণতন্ত্রের অংশ হয়ে গণতন্ত্রকে কি অস্বীকার করা যায়! রাত ৮.৫৭। টিভি নাইন বাংলায়, সেই কথাগুলো হবে, যেগুলো আজ না বললেই নয়।

Next Article