কলকাতা: ওয়াটগঞ্জে মহিলার দেহাংশ উদ্ধারে বেড়েই চলছে রহস্য। তাঁর গোটা শরীর এখনও মেলেনি। টুকরো-টুকরো দেহাংশ উদ্ধার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। শরীরের অংশগুলি প্লাস্টিকে মুড়িয়ে রাখা ছিল। কে বা কারা তাঁকে খুন করল, বাকি দেহাংশই বা কোথায় তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, ওয়াটগঞ্জের ঘটনায় খুন ও তথ্য প্রমাণ লোপাটের ধারা রুজু করে এই তদন্ত শুরু করা হয়েছে।
তবে বুধবার সকালেও মহিলার পরিচয় নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। এখনও জানা যায়নি নাম-ঠিকানা। অন্যদিকে, মহিলার কাটা হাত ও মাথা উদ্ধার হলেও বাকি দেহের অংশের সন্ধান মেলেনি এখনও। এ দিকে, আবার ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে পুলিশকে। তবে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত যে মহিলা বিবাহিত। বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের পর সত্য ডাক্তার রোড এলাকায় পরিত্যক্ত জায়গায় তিনটি প্লাস্টিক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিক তিনটির উপর থেকে ভনভন করছিল মাছি। এরপর ওয়াটগঞ্জ থানার পুলিশকে খবর দিলে তাঁরা এসে দেখেন একটি প্লাস্টিকের মধ্যে মহিলার কাটা মুণ্ড রয়েছে। আর বাকি দু’টিতে রাখা কাটা দুটো হাত। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে রেখে যাওয়া হয়েছে।